মমতা-সহ নেতারা আজ রথে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শনিবার রথ টানবেন। রথ টানবেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে রেখেছেন, রথের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৫:৪৬
Share:

রথ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শনিবার রথ টানবেন। রথ টানবেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে রেখেছেন, রথের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

Advertisement

রথ, জন্মাষ্টমী, রামনবমী ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি-র মধ্যে প্রতিযোগিতা দেখা গিয়েছিল গত বছর। তা নিয়ে রাজনৈতিক উত্তাপও কম ছড়ায়নি। এ বছর ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রতি বারের মতো এ বারও তিনি বেলা ২টো নাগাদ অ্যালবার্ট রোডে ইসকনের মন্দিরে যাবেন। জগন্নাথদেবের সামনে পুজো করবেন। বেলা ৩টা নাগাদ রথের দড়ি টেনে যাত্রার সূচনা করবেন। আর দিলীপবাবু রথ টানবেন চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। তৃণমূল, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস-এর নেতারাও আজ স্থানীয় ভাবে রথ টানবেন। তার আগে শুক্রবার নবান্ন থেকে বেরনোর সময়ে মমতা বলেন, ‘‘আমি যাব। ছোটবেলা থেকেই আমরা রথের দড়ি টানি। তবে আমরা রথ নিয়ে রাজনীতি করি না। দুর্গাপুজোয় কোনও পতাকা নিয়ে যাই? ইদেও যাই। সবাইকে নিয়েই চলি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement