Mamata Banerjee

Khela Hobe: ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস

তাঁর এই ঘোষণাকে কটাক্ষ করে রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ০৬:১৪
Share:

ফাইল চিত্র।

রাজনৈতিক স্লোগান হিসেবে জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগান আগেই সরকারি কর্মসূচিতে জায়গা পেয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ১৬ অগস্ট রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালিত হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচিকে বৃহত্তর অংশে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। ওই দিন বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ফুটবল বিলি করা হবে বলেও এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণাকে কটাক্ষ করে রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত টুইট করেছেন, ‘‘১৯৪৬ সালের ১৬ অগস্ট মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করে। আজকের পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ বিরোধীদের উপরে সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে।’’ জবাবে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘স্বপনবাবুর সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই বলে উনি জানেন না ১৬ অগস্ট ক্রীড়াপ্রেমী দিবস। তবে তার কোনও সরকারি স্বীকৃতি এত দিন ছিল না। মুখ্যমন্ত্রী সেটা দিলেন। বিকৃতমনস্ক হলে সব বিষয়কেই হিন্দু-মুসলমান দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়।’’

Advertisement

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন