Mamata Banerjee on MGNREGA

১০০ দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে, অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা

গত ৩ ফেব্রুয়ারি রেড রোডের ধর্না মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘‘২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভাল, তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে ১০০ দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কেন্দ্র না দিলে ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি তাঁর সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও মিটিয়ে দেবে।

Advertisement

১০০ দিনের কাজের টাকা আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্যের ২১ লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘আমি ২১ ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম। কিন্তু আরও কিছু দিন সময় লাগবে। কারণ, সমীক্ষা করে দেখা গিয়েছে, প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা ২১ লক্ষ নয়।’’ মমতা জানান, সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে ২৪ লক্ষ ৫০ হাজার হয়েছে।

বৃহস্পতিবার বিধানসভার বক্তৃতায় মমতা বলেন, ‘‘১০০ দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, ২১ লক্ষের বদলে ওই টাকা পাবেন সাড়ে ২৪ লক্ষ। তাঁদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই ২১ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে।’’

Advertisement

গত ৩ ফেব্রুয়ারি রেড রোডের ধর্না মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘‘২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভাল, তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২১ ফেব্রুয়ারি।’’

তবে ১০০ দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণাও করেছেন। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, ‘‘আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। তা-ও আমরা দেব।’’ মমতা আরও বলেছেন, ‘‘আবাস যোজনার অধীনে থাকা ১১ লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে। যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে ১ মে থেকে আমরা ওই টাকা দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন