তাপসের জবাবে মমতার নিশানায় বাবুল আর রূপা

রোজ ভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পরই বিজেপির এক মন্ত্রী ও এক সাংসদের বিরুদ্ধেও ওই সংস্থার আতিথেয়তা গ্রহণের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ওই মন্ত্রী এবং সাংসদ হলেন যথাক্রমে বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৪:০৮
Share:

রোজ ভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পরই বিজেপির এক মন্ত্রী ও এক সাংসদের বিরুদ্ধেও ওই সংস্থার আতিথেয়তা গ্রহণের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ওই মন্ত্রী এবং সাংসদ হলেন যথাক্রমে বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্যায়। বাবুল অবশ্য মমতার অভিযোগ হেলায় উড়িয়ে দিতে চেয়েছেন। পাশাপাশি টুইটার-যুদ্ধে জড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের সঙ্গে। আর রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘আমি রোজ ভ্যালির অনুষ্ঠানে কখনও যাইনি।’’ ভিত্তিহীন অভিযোগের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির এই সাংসদ।

Advertisement

বস্তুত রূপার সঙ্গে মমতার সম্পর্ক কোনও দিনই খুব মধুর নয়। কিন্তু বাবুলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সখ্যের বিভিন্ন নজিরের সাক্ষী হয়েছে রাজনৈতিক মহল। তবে সম্প্রতি নোট বাতিলের প্রতিবাদে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শুরু করার পর থেকেই বাবুল এবং রূপা— দু’জনেই তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন। স্বাভাবিক ভাবেই তাতে চটেছেন তৃণমূল নেতৃত্ব। এ দিন মমতা বলেন, ‘‘রোজ ভ্যালির আতিথেয়তা বিজেপির কারা কারা নিয়েছে, খোঁজ নিন। মন্ত্রী বাবুল সুপ্রিয় ক’বার আতিথেয়তা নিয়েছেন? রূপা গঙ্গোপাধ্যায় ক’বার আতিথেয়তা নিয়েছেন? আতিথেয়তা নিলে একই দোষে দু’রকম বিচার হবে কেন?’’

তাপসের স্ত্রী নন্দিনী পালেরও বক্তব্য, ‘‘আমি দীর্ঘ দিন রোজ ভ্যালিতে অনুষ্ঠান করেছি। এক বার বলেছিলাম, বাবুল সুপ্রিয়কে আনলে কেমন হয়? ডিরেক্টর বলেছিলেন, বাবুল তো ঘরের ছেলে। সেই বাবুল কিছু জানল না, যত জানল শুধু তাপস পাল! একটা কাগজে সই করেছিল বলে, তাকে গ্রেফতার করতে হবে?’’

Advertisement

মমতার অভিযোগের জবাবে বাবুল এ দিন দিল্লি থেকে ফোনে বলেন, ‘‘এটা তো দিদি প্রথম বার বললেন না। আড়াই বছর আগেও কাঁকুড়গাছির সভায় তিনি একই কথা বলেছিলেন। অনেক অনুষ্ঠানেই তো মুম্বইয়ের বড় বড় শিল্পী গান গেয়ে চেকে টাকা নিয়েছেন! আমি যদি গান গেয়ে এক-দু’লাখ টাকা নগদেও নিয়ে থাকি, তাতেই বা কী হয়েছে?’’ রোজ ভ্যালির আতিথেয়তা প্রসঙ্গে বাবুলের জবাব, ‘‘মন্দারমণিতে ৩১ ডিসেম্বর সবাই শো করে। ওখানে রাতে সমুদ্রসৈকতে গাড়ি

চালানোর অনুমতি নেই। ফলে অনুষ্ঠানের পর রাতে ওখানে থাকব না তো কোথায় থাকব?’’

ডেরেক এ দিন টুইট করেছেন,‘‘অনেক চিত্রতারকা, খেলোয়াড়ই তো ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তা হলে এর পর কী? বিজেপির যারা ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাদেরও গ্রেফতার করা হবে?’’ বাবুলের বিয়েতে সহারা কর্তা সুব্রত রায়ের উপস্থিতির ছবি টুইটারে পোস্ট করে ডেরেক প্রশ্ন তুলেছেন, ওই ছবি ‘মোদীবাবু’র চোখ এড়িয়ে গিয়েছে কি না? রোজ ভ্যালির অনুষ্ঠানে বাবুলের বক্তৃতার ভিডিও-ও টুইটারে পোস্ট করেছেন ডেরেক। এ সবেরই জবাবে বাবুলের পাল্টা প্রশ্ন, ‘‘সহারা কর্তা আমার বিয়েতে গিয়েছিলেন, যেমন অনেক হাই প্রোফাইল বিয়েতেই তিনি যান। তার জন্য কি আমাদের সকলকে জেলে যেতে হবে?’’ বাবুলের আরও বক্তব্য, ‘‘শব্দ নিয়ে আমি একটু খেলি। রোজ ভ্যালির অনুষ্ঠানে বলেছিলাম, ফুলের বাগানে ১০-১২ জন শিল্পী মানে ফুলের মধ্যে আমিও একটা ফুল। কেউ কি এত বড় এপ্রিল ফুল আছেন, যে এই কথাটা ভুল বুঝবেন?’’ বাবুল জানিয়েছেন, তাঁর বিয়ের সময় মুখ্যমন্ত্রী দিল্লির বঙ্গ ভবনে কয়েকটা ঘর অনেক কম দামে তাঁকে দিয়েছিলেন ‘উপহার’ হিসেবে। এই

প্রেক্ষিতে বাবুলের প্রশ্ন, ‘‘তা হলে কি আমাকে ওই উপহার দেওয়ার জন্য দিদিকেও গ্রেফতার করা উচিত?’’ রোজ ভ্যালি প্রযোজিত তরুণ মজুমদারের সিনেমা ‘চাঁদের বাড়ি’তে অভিনয় করেছিলেন বাবুল। সেই ছবিতে নিজের গানের দৃশ্য টুইট করে ডেরেককে বাবুল লিখেছেন, ‘‘এনজয় মাই ব্রাদার!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন