Mamata Banerjee

বিজ্ঞানীরা চেষ্টা করছেন, টিকা না আসা পর্যন্ত সতর্ক থাকুন: মোদী

করোনার জন্য কেন্দ্রের কাছে আলাদা ফান্ড গড়ার দাবি মমতার। প্রধানমন্ত্রীকে রাজ্যের বকেয়া মেটানোর অনুরোধও করেছেন মুখমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৭:২৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী।

রাজ্যগুলিকে সহায়তার জন্য করোনা মোকাবিলায় আলাদা তহবিল তৈরি করুক কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এ রাজ্যের বকেয়া টাকার দাবিও ওই বৈঠকে তুলেছেন মমতা। করোনার বিরুদ্ধে যুদ্ধে এ রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছেন তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরেছেন তিনি। মমতার বক্তব্যের পর বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শেষে বলেন প্রধানমন্ত্রী। টিকা না আসা পর্যন্ত দেশের মানুষকে সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী।

Advertisement

কী বললেন নরেন্দ্র মোদী

• দেশে সুস্থতার সংখ্যা বাড়ছে

Advertisement

• দেশের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে

• করোনা যোদ্ধারা যেন হেরে না যান

• পিপিই তৈরিতে ভারত এখন দ্বিতীয়

• করোনা পরীক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে

• দেশে ১৩০০ ল্যাবে পরীক্ষা হচ্ছে

•প্রতি দিন ১০ লক্ষ পরীক্ষা এখন লক্ষ্যমাত্রা

• দেশের বিজ্ঞানীরা করোনার টিকা তৈরির চেষ্টা করছেন

• যত দিন টিকা না আসে তত দিন সতর্ক থাকতে দেশবাসীকে বার্তা মোদীর

• আমার বিশ্বাস করোনার বিরুদ্ধে লড়াই আমরা জিতবও

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

• রাজ্যে মোট ৮১টি ল্যাব রয়েছে, তবে করোনার নমুনা পরীক্ষার জন্য আরও বেশি ল্যাব দরকার

• রাজ্যে ১০৬টি সেফ হাউস তৈরি করা হয়েছে

• করোনা যুদ্ধে রাজ্য আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে ইতিমধ্যেই

• করোনা যুদ্ধে রাজ্যের আরও টাকার প্রয়োজন

• কোভিড মোকাবিলায় কেন্দ্রের থেকে ১২৫ কোটি টাকা পাওয়া গিয়েছে

• এখনও রাজ্যের ৫৩ হাজার কোটি টাকা পাওনা

• এপ্রিল থেকে মে-র মধ্যে জিএসটিতে রাজ্যের ভাগ বাবদ ৪১৩৫ কোটি টাকা পাওনা

• আমপান (প্রকৃত উচ্চরাণ উম পুন)-এর জন্য রাজ্য ৫ হাজার কোটি টাকা চাইলেও পেয়েছে ১ হাজার কোটি টাকা

• কেন্দ্র বলছে, রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে খরচ করতে, কিন্তু তা সম্ভব নয়

•কারণ নদীমাতৃক রাজ্য, যে কোনও সময় বিপর্যয় চলে আসতে পারে

• কোভিডের জন্য আলাদা তহবিল করা হোক

• সম্প্রতি ইউজিসি যে নির্দেশ দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিতেই হবে

• পরীক্ষা নেওয়া আদৌ কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে

• কারণ কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ, ছাত্রছাত্রীরা বহু সমস্যার মুখে

• এখন পরীক্ষা বাধ্যতামূলক করলে সমস্যা আরও বাড়বে

• রাজ্যে প্লাজমা ব্যাঙ্ক এবং কোভিড ক্লাব তৈরি করা হয়েছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন