ঠাঁই বদলে ধর্নামঞ্চেই রাজীব কুমারকে পদক মমতার, নেই মুখ্যসচিব

গত বছর পুলিশ পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব। কিন্তু এ দিন ধর্মতলায় ওই অনুষ্ঠান চলাকালীন তিনি ছিলেন নবান্নে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৫
Share:

পাশে: পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য মমতাকে ট্রফি এগিয়ে দিচ্ছেন রাজীব কুমার। ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চের পাশে পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে। সোমবার। ছবি: সুমন বল্লভ

স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ অনেক বড় কর্তাই উপস্থিত। কিন্তু সোমবার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে ছিলেন না মুখ্যসচিব মলয় দে। তাঁর অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছে প্রশাসনের অন্দরে।

Advertisement

গত বছর পুলিশ পদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব। কিন্তু এ দিন ধর্মতলায় ওই অনুষ্ঠান চলাকালীন তিনি ছিলেন নবান্নে। রাজ্য সরকারের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি অনেকের নজরে পড়েছে। ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল উত্তীর্ণ-এ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রবিবার রাতে ধর্মতলায় ধর্না শুরু করার কিছু ক্ষণের মধ্যেই অনুষ্ঠানের স্থান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের শরিক ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা প্রমুখ। পুলিশ পদক প্রদান অনুষ্ঠানের স্থান বদলের সিদ্ধান্ত সরকারি ভাবে প্রকাশ্যে আসে সোমবার সকালে।

পদক প্রদান অনুষ্ঠানে মুখ্যসচিবের অনুপস্থিতি ঘিরে তৈরি হওয়া জল্পনাকে অবশ্য আমল দিতে দিতে রাজি নন আধিকারিকদের অনেকেই। তাঁদের যুক্তি, এ দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রসচিবকে নিয়ে নির্ধারিত সময়েই পৌঁছে যান মুখ্যসচিব। প্রশাসনিক প্রথা মেনে তাঁর পৌরোহিত্যেই মন্ত্রিসভার বৈঠক হয়। পুলিশ পদক অনুষ্ঠানে মুখ্যসচিবের অনুপস্থিতি ঘিরে জল্পনার যুক্তি নেই বলে সংশ্লিষ্ট মহলের দাবি। যদিও ওই অনুষ্ঠানে মলয়বাবুর অনুপস্থিতি নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি প্রশাসনের শীর্ষ কর্তারা। এই নিয়ে প্রশ্নের জবাব মেলেনি মুখ্যসচিবের তরফেও।

Advertisement

আরও পড়ুন: তথ্য লোপাটের প্রমাণ কই? সিবিআইকে বলল সুপ্রিম কোর্ট, কাল শুনানি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement