Mamata Banerjee

Martyrs’ Day, July 21: পেগোসাস-ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস, শহিদ দিবসের বক্তৃতায় নয়া স্লোগান মমতার

মমতার ২১ জুলাইয়ের বক্তৃতার বড় অংশ জুড়েই রইল ফোনে আড়ি পাতা প্রসঙ্গ। আর তারই মধ্যে নতুন স্লোগান শোনালেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৫:২৯
Share:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নিজস্ব চিত্র

ফোন আড়ি পাতা বিতর্কে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে তখন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার বক্তৃতার বড় অংশ জুড়েই রইল সেই প্রসঙ্গ। আর তারই মধ্যে নতুন স্লোগান শোনালেন মমতা। বললেন, ‘‘পেগোসাস- ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।’’

Advertisement

মমতা বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের প্রসঙ্গ দিয়েই শুরু করেন তাঁর বক্তৃতা। বলেন, ‘‘বিজেপি-র লোকবল থেকে অর্থবল, সব রকম শক্তিকে পরাস্ত করে বাংলার মানুষ তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় এনেছে। শুধু বাংলা নয়, গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাও আমাদের সমর্থন জানিয়েছেন।’’ সেই প্রসঙ্গ থেকেই টেনে আনেন ফোনে আড়ি পাতা প্রসঙ্গ। বুধবার দিল্লিতে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ছিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি চলছে। চিদম্বরমজি, শরদ পওয়ারজির সঙ্গে কথা বলার উপায় নেই। ফোন ট্যাপ করছে।’’

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘গরিব মানুষকে টাকা দেওয়ার বদলে আড়ি পাতায় টাকা খরচ করা হচ্ছে।’’ মমতা এমনটাও বলেন যে, ‘‘কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। মন্ত্রী, আমলা, বিরোধীদের নেতা, বিচারপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে।’’ তাঁর অভিযোগ, ‘‘নির্বাচন, সংবাদমাধ্যম এবং বিচার বিভাগ, গণতন্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ কাঠামোই ভেঙে দিয়েছে। গণতন্ত্রের বদলে দেশ জুড়ে স্পাইগিরি চালাচ্ছে বিজেপি।’’

Advertisement

প্রতি বছর শহিদ দিবসের অনুষ্ঠান থেকে মমতা দলের কর্মীদের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। বুধবার বলেন, ‘‘সাধারণ মানুষের অসুবিধা না করে কর্মীরা রোজ আধ ঘণ্টা মিছিল করুন। পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি, ভ্যাকসিন না মেলার স্লোগান তুলুন।’’ সেই সময়েই তাঁর মুখে শোনা যায় ওই স্লোগান, ‘‘পেগোসাস-ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন