COVID-19

সরাসরি: অক্সিজেনের ঘাটতি আছে রাজ্যে, দাম নিয়ন্ত্রণে রাখতে নজর: মমতা

৫ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ রাজ্যে। এক কোটি ডোজের সরবরাহ চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে, বললেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:৩১
Share:

মালদহে মমতার সাংবাদিক বৈঠক।

রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে মালদহে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘আতঙ্কিত হবে না সাবধানে থাকুন। সেফ হাউসে থাকতে পারেন। নিজের বাড়িতেও নিভৃতবাসে থাকতে পারেন। সেফ হাউসের সংখ্যা বাড়ানো হয়েছে।’’

Advertisement

৪.৩৫ : লক ডাউনের পথে হাঁটার কথা ভাবছি না। নোটবন্দির মতো গৃহবন্দি করার পক্ষে নই আমি। রাজ্যে এখনই লক ডাউন নয় : মমতা

৪.৩০: লক ডাউন হলে মানুষের দুর্ভোগ হয় : মমতা

Advertisement

৪.২৯: রাজ্যে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে ৫ মে থেকে : মমতা

৪.২৮: ইতিমধ্যেই প্রায় ১ কোটি টিকাকরণ হয়েছে রাজ্যে। আরও ১ কোটি ডোজের আবেদন করেছি কেন্দ্রের কাছে: মমতা

৪.২৭: রাজ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে। সামলানোর চেষ্টা করছি। এই সুযোগে যাতে অক্সিজেনের দাম না বাড়ে তার জন্যও পদক্ষেপ করা হয়েছে।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন