retirement age

অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬২ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬২ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অধ্যাপক কনভেনশনে এসে শিক্ষার গুণগত মান আরও উন্নত করার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ঘোষণা করলেন একগুচ্ছ প্রকল্পের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ১৮:৩৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। -ফাইল চিত্র।

অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬২ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অধ্যাপক কনভেনশনে এসে শিক্ষার গুণগত মান আরও উন্নত করার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ঘোষণা করলেন একগুচ্ছ প্রকল্পের।

Advertisement

সোমবার রাজ্য সরকারের ডাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় উপস্থিত হয়ে শিক্ষকদের উদ্দেশে মমতা বলেন, ‘‘শিক্ষার সঙ্গে রাজনীতি নয়। শিক্ষায় কোনও রাজনৈতিক রং দেখা হবে না।’’ তাঁর প্রশ্ন, কেন এখানকার পড়ুয়ারা শিকাগো যাবে? শিকাগো এখানে ছুটে আসবে। একই সঙ্গে, শূন্য শিক্ষকপদ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। জানিয়ে দেন, আগামী ৬ মাসের মধ্যে অনুমোদিত শিক্ষকের শূন্যপদ পূরণ হবে।

আরও পড়ুন: মমতা হইচই করছেন কেন, জানতে চান মোদী

Advertisement

বিদেশ ভ্রমণের সুযোগ-সহ অধ্যাপক, গবেষকদের জন্য ছুটি বরাদ্দ করার কথাও জানান মমতা। বলেন, ‘‘উচ্চশিক্ষার জন্য এক বছর এবং কর্মজীবনে মোট ২৪ মাস বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়ার অঙ্গীকার রইল।’’ শিক্ষকদের উদ্দেশে তাঁর বার্তা, শিক্ষার জন্য বাইরে যান, কিন্তু মাটিকে ভুলে যাবেন না।

এ দিন মমতা জানান, শিক্ষার মানোন্নয়নে এই খাতে বাজেট আগের তুলনায় বেড়ে ৪৭১ কোটি টাকা করা হয়েছে। মানোন্নয়নে কমিটি গড়তে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভূক্ত করা। অন্যদিকে, পার্টটাইম শিক্ষক, অশিক্ষক কর্মীরা ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আসবেন। যেখানে গুরুতর শারীরিক অসুস্থতায় চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। নতুন বিশ্ববিদ্যালয় গড়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতীর অদূরেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানান, ইতিমধ্যেই জমি সমীক্ষা এবং চিহ্নিতকরণ হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন