Mamata Banerjee

মোদীর আক্রমণের জবাব কবিতায় দিলেন মমতা, পড়ুন

নোট বাতিল কাণ্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও এক বার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১১:৪৪
Share:

নোট বাতিল কাণ্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও এক বার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারও নিজের লেখা কবিতা দিয়ে বিঁধলেন মোদীকে, তাঁর হঠকারী সিদ্ধান্তকে। কী লিখলেন মমতা? দেখে নিন।

Advertisement

‘‘নোট বাতিলের বাতুলতা

গরিব মানুষের আকুলতা

Advertisement

মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ।

নবান্ন? আসার আগেই

অগ্রহায়ণের বিসর্জন।

জানি না কেন এ হঠাৎ আকাল

কোন বাধ্যতার? সকালেই বিকাল?

উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা

অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা।

তুমি মহারাজ, ভুগছে জনতা

জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা

কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!

ছিঃ ধিক্‌ সরকার, সর্বনাশের বারতা।’’

আরও পড়ুন:হেস্তনেস্তর হুমকি মমতার, ঘর গুছোতে লড়াই এ বার বাংলা জুড়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement