Amartya Sen

‘ওরা অমর্ত্য সেনের বাড়ি ভাঙলে গিয়ে বসে পড়ব!’ বুলডোজ়ারকে মানবিকতা অস্ত্রে চ্যালেঞ্জ মমতার

নবান্নে সাংবাদিক বৈঠকে কালিয়াগঞ্জে থানায় হামলা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎই উঠে আসে অমর্ত্যের প্রসঙ্গ। মমতা বলেন, ‘‘বাংলায় বিজেপি আগুন নিয়ে খেলছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২১:০৫
Share:

গত কয়েক মাস ধরেই বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে একের পর এক নোটিস এসেছে বিশ্বভারতীর তরফে। ফাইল চিত্র

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি-বিতর্কের শেষ দেখে ছাড়বেন, বলেছিলেন আগেই। এ বার সরাসরি হুঁশিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসে বুধবার মুখ্যমন্ত্রী বললেন, ‘‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার চেষ্টা করে ওরা দেখুক। আমি গিয়ে ওখানে বসে পড়ব!’’

Advertisement

নবান্নে সাংবাদিক বৈঠকে কালিয়াগঞ্জে থানায় হামলা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎই উঠে আসে অমর্ত্যের প্রসঙ্গ। মমতা বলছিলেন, ‘‘বিজপি বাংলায় হুলিগানিজম চালাচ্ছে। আর তার জন্য দিল্লি থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছে। ওরা দিল্লি, গুজরাট বা উত্তরপ্রদেশে কিছু হলে কিছু করে না। কিন্তু বাংলায় সাধারণ কিছু হলেও টিম পাঠায়।’’ এর পরেই নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ির প্রসঙ্গ টেনে মমতা প্রশ্ন করেন, ‘‘অমর্ত্য সেনকে যখন প্রতিদিন আক্রমণ করা হয়, তখন তারা কোথায় থাকে?’’

গত কয়েক মাস ধরেই বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে একের পর এক নোটিস এসেছে বিশ্বভারতীর তরফে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান অমর্ত্যের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী থেকে তাঁকে চলে যেতে বলেছে। বেআইনি ভাবে জমি দখলের অভিযোগও এনেছে। সম্প্রতি ভারতরত্ন অমর্ত্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন বিজেপি নেতা অমিত মালব্যও। যাকে অমর্ত্যের উপর নির্যাতন এবং দেশদ্রোহ বলে মামলাও দায়ের হয়েছে পুলিশে। এর মধ্যেই গত সপ্তাহেই অমর্ত্যকে বিশ্বভারতীর তরফের দেওয়া চিঠিতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, জমি খালি না করলে বলপ্রয়োগ করতে বাধ্য হবে বিশ্বভারতী। বুধবার নবান্নে এই নিয়েই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপিকে ইঙ্গিত করেই বলেন, ‘‘বাংলায় ওরা আগুন নিয়ে খেলছে। আমি ওদের ঔদ্ধত্য দেখেছি। বলতে শুনেছি, ওরা অমর্ত্য সেনের বাড়ি বুলডোজ়ারে গুঁড়িয়ে দেবে। যদি ওরা ওঁর বাড়ি ভাঙে আমি গিয়ে বসব ওখানে। আমি লড়াই করব। আমি দেখতে চাই ওরা যা করবে বলছে সেটা ওরা কী করে করে। যদি সেটা হয় তবে আমি সবার আগে সেখানে যাব। এবং ওখানে গিয়ে বসব।’’

বিজেপি দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চালাচ্ছে বলে উল্লেখ করেই বুলডোজ়ার নিয়ে কটাক্ষও করেছেন মমতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে তাঁদের অপরাধীদের বিরুদ্ধে বুলডোজ়ার নীতির জন্য ‘বুলডোজ়ার রাজ’ বলে উল্লেখ করেন অনেকে। মমতা বলেন, ‘‘আমি দেখাতে চাই এবং দেখতে চাই কে বেশি শক্তিশালী— বুলডোজ়ার না মানুষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন