পাশে থাকার বার্তা মমতার

টেলিফোনে তপন জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী তাঁকে ডেকে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ও পুরমন্ত্রীও ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৬:১৬
Share:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্যনির্বাচিত দলীয় বিধায়কের মাধ্যমে কালিয়াগঞ্জের কাছে বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা ভবনে শপথগ্রহণের পরে টেলিফোনে সে কথা জানান তপন দেবসিংহ। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটে কালিয়াগঞ্জের মানুষের জয় হয়েছে। উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে তার রেশ বজায় রাখতে হবে। মাটিতে নেমে সবার সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে।’’ দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন তপনকে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ একাধিক বিধায়ক ও মন্ত্রী হাজির ছিলেন।

Advertisement

টেলিফোনে তপন জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী তাঁকে ডেকে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ও পুরমন্ত্রীও ছিলেন। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তপনের পিঠ চাপড়ে বলেন— ‘‘মাটিতে নেমে মানুষের সঙ্গে মিশে সবার সমস্যার সমাধানের চেষ্টা করবে। সবাইকে বলে দিও, আমি কালিয়াগঞ্জের মানুষের পাশে রয়েছি।’’

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই প্রথম জয় পেল তৃণমূল। রাজনৈতিক মহলের বক্তব্য, রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি ও দীপা দাশমুন্সির ‘খাসতালুক’ বলে পরিচিত এই কেন্দ্রে অতীতে কখনও সিপিএম আবার কখনও কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি তৃণমূলের থেকে প্রায় ৫৭ হাজার ভোটে এগিয়ে ছিল। কিন্তু উপনির্বাচনে প্রায় আড়াই হাজার ভোটে বিজেপির কমলচন্দ্র সরকারকে পরাজিত করেন তপন।

Advertisement

তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের দাবি, আগামী বছরের জুন মাসে কালিয়াগঞ্জ পুরসভার নির্বাচন হওয়ার কথা। সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী তপনকে নানা কর্মসূচির মাধ্যমে উপনির্বাচনের জয়ের রেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তপন জানান, এ দিন তিনি মুখ্যমন্ত্রীকে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক কালিয়াগঞ্জে করার অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী তাতে সাড়া দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে কালিয়াগঞ্জে ওই বৈঠক করবেন বলে জানিয়েছেন। তপন আরও জানান, শপথগ্রহণের পরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। কালিয়াগঞ্জে দলের বা উন্নয়ন সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যা হলে পার্থ তাঁকে ফোন করার নির্দেশ দিয়েছেন। পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুরমন্ত্রীকে কালিয়াগঞ্জ শহরে যতটা সম্ভব উন্নয়নের অনুরোধও জানিয়েছেন তপন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন