Mamata Banerjee

মানুষ মরলেও বিজেপির যায়-আসে না: মমতা

তৃণমূলের দলীয় মুখপত্রের উৎসব-সংখ্যা উদ্বোধন করে সোমবার করোনা পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা  

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ০২:৫৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

অশুভ শক্তির বিনাশ করতেই অসুরদলনী মা আসেন— বিজেপির উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘‘অনেক চেষ্টা করছেন। মনে রাখবেন অত সস্তা নয়।’’

Advertisement

তৃণমূলের দলীয় মুখপত্রের উৎসব-সংখ্যা উদ্বোধন করে সোমবার করোনা পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই দলীয় কর্মসূচিতে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। মমতা বলেন, ‘‘সবাই করোনায় মরে গেলেও বিজেপির কিছু যায় আসে না। যেন-তেন প্রকারে ক্ষমতায় আসাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।’’ শুধু ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি মানুষকে অতিমারির মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।

উৎসবের দিনগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়ে মমতা বলেন, ‘‘আট মাস ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ। রোজগার বন্ধ। অবসাদ তৈরি হচ্ছে।’’ করোনার লড়াইয়ের প্রসঙ্গেই মমতা বলেন, ‘‘এক দিকে করোনা, এক দিকে ডেঙ্গি, এক দিকে ম্যালেরিয়া। আর এক দিকে এই ভয়াবহ বিজেপি। এত বড় অতিমারি আগে দেখিনি।’’

Advertisement

আরও পড়ুন: ফের বাড়ল সংক্রমণের হার, এক দিনে রাজ্যে করোনায় মৃত ৬০

বিজেপির নবান্ন অভিযানে পুলিশি পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। অস্ত্র-সহ ধৃত এক ব্যক্তিকে ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করেছে বিজেপি। সরাসরি না হলেও এ দিন সম্ভবত সে দিকে ইঙ্গিত করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিছু লোক আজেবাজে, অসংলগ্ন কথা বলেন। বাংলার সভ্যতা, ভদ্রতা, গণতন্ত্র, সংস্কৃতি তাঁদের জানা নেই। এখানে এ সব লাগে। বিজেপির তা বোঝার ক্ষমতাও নেই।’’

অন্যান্য বছরের মতো এ দিনও সন্ধ্যায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘চেতলা অগ্রণী’র পুজোমণ্ডপে গিয়ে দেবীমূর্তির চোখ আঁকেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement