National News

‘মাওবাদী ঢোকাচ্ছে জঙ্গলমহলে’, ঝাড়গ্রামে বিজেপিকে তোপ মমতার

বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের এ রাজ্যে ঢোকানো হচ্ছে, জঙ্গলমহলকে ফের রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৬:৫২
Share:

ঝাড়গ্রামের সভা থেকে বজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল ছবি

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি। এ বার আদিবাসীদের জমায়েত থেকে দেশের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের এ রাজ্যে ঢোকানো হচ্ছে, জঙ্গলমহলকে ফের রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে। বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘‘মাওবাদীদের যারা সমর্থন দেয়, তাদের দয়া করে ঢুকতে দেবেন না।’’

Advertisement

এ দিনের সভা থেকে প্রথমে ঝাড়গ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন স্কুল, সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ, নতুন বাস পরিষেবা এবং ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সাত বছরে জঙ্গলমহলের জন্য আমরা যা করেছি, তা আগে কেউ করেনি।’’ পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলের বিভিন্ন এলাকায় যে ভাবে পদ্মফুল ফুটেছে, সে কথা সরাসরি উল্লেখ না করেও মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, বিজেপি-র দিকে গেলে জঙ্গল মহলে অশান্তির দিন ফিরতে পারে।

তিনি বলেন, ‘‘ঝাড়গ্রামকে আবার রক্তাক্ত করতে চাইছে। ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের ঢোকাচ্ছে।’’ বেলপাহাড়িতে অশান্তি বেড়েছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা সাত বছরে মাওবাদীদের জঙ্গলমহলে ঢুকতে দিইনি।’’ জঙ্গল মহলের বাসিন্দাদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘‘মাওবাদীদের সমর্থন দেবেন না। আর যারা ওদের সমর্থন দেয়, দয়া করে তাদেরও ঢুকতে দেবেন না।’’

Advertisement

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে সদস্য বাড়াচ্ছে তৃণমূল

আরও পড়ুন: দিলীপ-শমীকের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

এলাকার মানুষের সমস্যা বুঝতে জনপ্রতিনিধিদের এবং সরকারি কর্তাদের নিয়মিত ‘মানুষের কাছে’ যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘‘যদি স্থানীয় স্তরে কোনও ভুল হয়, আমাদের জানাবেন, সংশোধন করে নেব। কিন্তু ভুল বুঝে দূরে সরে থাকবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন