টলিউডকে একসঙ্গে চলার বার্তা মুখ্যমন্ত্রীর

শাসক দলের সঙ্গে টালিগঞ্জের যোগসূত্র রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর ভাই তথা কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র কর্তা স্বরূপ বিশ্বাস, প্রযোজক সংগঠন ইম্পা-র (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) সভাপতি প্রযোজক শ্রীকান্ত মোহতা, রাজ্যের তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ অনেকেই তখন উপস্থিত অনুষ্ঠানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ০৪:৪৯
Share:

প্রযোজক বনাম কলাকুশলীদের দ্বৈরথে কার্যত ফাটল ধরছিল টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। সোমবার, উত্তমকুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে সেই চাপান-উতোরের আবহে কার্যত প্রলেপ দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শাসক দলের সঙ্গে টালিগঞ্জের যোগসূত্র রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর ভাই তথা কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া-র কর্তা স্বরূপ বিশ্বাস, প্রযোজক সংগঠন ইম্পা-র (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) সভাপতি প্রযোজক শ্রীকান্ত মোহতা, রাজ্যের তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ অনেকেই তখন উপস্থিত অনুষ্ঠানে। রয়েছেন প্রসেনজিৎ, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল এবং ইম্পা-র বিভিন্ন কর্তাব্যক্তিরাও। তাঁদের সবার সামনে মুখ্যমন্ত্রী সব বাধা কাটিয়ে টালিগঞ্জকে এগিয়ে যাওয়ার, হলিউড-বলিউডকে ছাপিয়ে যাওয়ার বার্তা দিলেন।

মমতার কথায়, ‘‘বলিউড-হলিউড সবাইকে টালিগঞ্জে নিয়ে আসতে হবে। সীমিত বাজেটে ছবি করেও বাংলা ছবি সারা বিশ্বে সম্মান পায়। আরও এগিয়ে যেতে হবে। হলিউড-বলিউডের থেকেও ভাল হতে হবে।’’

Advertisement

কয়েক মাসের মধ্যে নতুন ফিল্ম সিটির কাজ শেষ করা এবং টালিগঞ্জে আর্কাইভ গড়ে পুরনো ছবি ডিজিটাইজ করার কথা বললেন মমতা। তখনই বললেন, ‘‘নতুন তথ্য-সংস্কৃতি সচিব বিবেক কুমার, মন্ত্রী ইন্দ্রনীল, অরূপ-স্বরূপ সবাই মিলে কাজ করতে হবে।’’ উত্তমকুমারের লিপে কিশোরকুমারের হিট গান, ‘এ কী হল, কেন হল’ গেয়ে এ দিন অনুষ্ঠান মাতিয়ে দেন বিবেক।

অথচ দিন কয়েক আগেই স্বরূপের নিয়ন্ত্রণাধীন কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের সঙ্গে বিরোধে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিল ইম্পা। মাসখানেক আগে ফেডারেশনের বেঁধে দেওয়া ১৯ জন কলাকুশলীকে নিয়ে যাওয়া হয়নি বলে বিলেতে এস কে মুভিজ-এর শ্যুটিং বাতিল করা হয়। ওই সংস্থার শ্যুটিংয়ে নিষেধাজ্ঞাও জারি করে ফেডারেশন। তার পরই প্রতিবাদে সামিল হয় ইম্পা-র একাংশ। সভাপতি শ্রীকান্ত মোহতা আসরে নামেন। মন্ত্রী অরূপ নিজে আলোচনার আশ্বাস দিয়েছেন বলে শ্রীকান্ত ইম্পা-র এগজিকিউটিভ কমিটির জরুরি বৈঠক ডেকে ধর্মঘটের সিদ্ধান্ত বাতিল করেন।

এ দিনের পর ইম্পা সদস্যদের কয়েক জনকে বলতে শোনা গিয়েছে, ‘‘ধর্মঘটের প্রশ্ন নেই। দেখা যাক, অরূপদার সঙ্গে আলোচনায় কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন