লগ্নির আশায় লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

লগ্নি আনতে ২৬ জুলাই লন্ডন রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিক, শিল্পপতি ও শিল্পীদের নিয়ে ৭৬ জনের একটি দল তাঁর সঙ্গে যাচ্ছে। এই দলে থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ওয়াই দেবেশ্বর, চন্দ্রশেখর ঘোষের মতো শিল্পপতিরা। বৃহস্পতিবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, এই সফরে ২৩টি মউ স্বাক্ষর হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ২০:১৯
Share:

লগ্নি আনতে ২৬ জুলাই লন্ডন রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিক, শিল্পপতি ও শিল্পীদের নিয়ে ৭৬ জনের একটি দল তাঁর সঙ্গে যাচ্ছে। এই দলে থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ওয়াই দেবেশ্বর, চন্দ্রশেখর ঘোষের মতো শিল্পপতিরা। বৃহস্পতিবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, এই সফরে ২৩টি মউ স্বাক্ষর হবে। প্রথম দিন, ২৭ জুলাই বাকিংহাম প্যালেসে ডিউক অব ইয়র্ক আয়োজিত অভ্যর্থনায় সপার্ষদ উপস্থিত থাকছেন তিনি। ওই দিনই ব্রিটেনে কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ের রাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলের সঙ্গে তাঁর বৈঠক। পরে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক এবং মউ স্বাক্ষর হবে। পরের দিন বিরতি। ২৯ জুলাই মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ব্রিটেনে ভারতের হাইকমিশনার রঞ্জন মাথাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement