Mamata Banerjee

হঠকারী সিদ্ধান্ত, টাকা বাতিল প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

কালো টাকা ও দুর্নীতি রুখতে কেন্দ্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

ফাইল চিত্র।

কালো টাকা ও দুর্নীতি রুখতে কেন্দ্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তাঁর মতে, এটা নরেন্দ্র মোদী সরকারের হঠকারী সিদ্ধান্ত। যে সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ ও গরিব মানুষ, কর্মচারী, বিভিন্ন ছোট ব্যবসায়ী। মোদীর ঘোষণায় দেশ চিন্তিত দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকালে যে সাধারণ মানুষ বাজারে যাবেন, তিনি কী ভাবে খাবার কিনবেন? সরকার যদি সত্যিই কালো টাকা রুখতে চাইত, তা হলে একটা ‘প্ল্যান অব অ্যাকশন’ তৈরি করত। হঠকারী সিদ্ধান্ত নিত না।’’

৫০০ এবং ১০০০ টাকার নোট নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার এক ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগের দাবিও করেন মমতা। তিনি টুইট করে বলেন, “কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্যর্থতা ঢাকতে তিনি এখন এ সব নাটক শুরু করেছেন।”

Advertisement

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনার জন্য মমতাকে পাল্টা আক্রমণ করেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement