মতুয়া এলাকায় তিন সভা করবেন মমতা

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৪:১৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

রাজ্যের মতুয়া-অধ্যুষিত এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার তিনটি কর্মসূচিতে সিএএ-এনআরসি’র ‘বিপদ’ বোঝাতে নিজেই যাবেন তৃণমূল নেত্রী।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন করবে তৃণমূল। দলীয় বৈঠকে গৃহীত একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে শুক্রবার এ কথা জানিয়েছেন মমতা। রাজ্যের সব মহকুমা সদরে সোমবার সিএএ-এনআরসি বিরোধী সভা-সমাবেশ করবে তৃণমূল। পরের দিন, ২৪ ডিসেম্বর কলকাতায় ফের মিছিল করবে তৃণমূল। উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গাঁধী ভবন পর্যন্ত এই মিছিলে থাকবেন মমতা নিজেই। তার পরে ২৬ তারিখ বৃহস্পতিবার শিল্পাঞ্চলে মিছিল করবে তৃণমূলের শ্রমিক সংগঠন। সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত ২৭ তারিখ, শুক্রবার মিছিল করবে তৃণমূলের কৃষক সংগঠন। একই ভাবে ২৮ ডিসেম্বর ২৯৪টি বিধানসভা আসনে একই ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। এই কর্মসূচির কথা জানিয়ে মমতা বলেন, ‘‘সমাজের সব অংশের মানুষ প্রতিবাদে শামিল হচ্ছেন। আমরা তৃণমূলের জন্য কথা বলছি না। আমরা নাগরিক হিসেবে নাগরিকের কথা বলছি।’’

এই কর্মসূচির জন্য রাজ্যের মহকুমাগুলিতে কারা নেতৃত্ব দেবেন, এ দিনের বৈঠকে তা-ও ঠিক করে দেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন