—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার গুলি চলল মালদহে। এ বার লিচুবাগান পাহারা দিতে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের মোজমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম করিম খান। রবিবার রাতে বাড়ির পাশে নিজেদের লিচুবাগান পাহারা দিচ্ছিলেন ওই যুবক। রাত ১০টা নাগাদ হঠাৎ গুলির শব্দ পান স্থানীয়েরা। খোঁজ নিতে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন করিম। রক্তাক্ত ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে পরিবার। রাতেই তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সোমবার দুপুর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তারা এ-ও জানাচ্ছে, করিমের শারীরিক অবস্থা সঙ্কটজনক।
জখম যুবকের এক আত্মীয় বলেন, ‘‘কে বা কারা গুলি করেছে, বলতে পারছি না। ওকে (করিম) লিচুবাগানে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি আমরা।’’ করিম কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে পরিবারের দাবি। তা ছাড়া তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতার কথাও কারও জানা নেই। গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত কয়েক মাসে মালদহের নানা জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনা। নিজের দোকানের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মালদহের ওই তৃণমূল নেতার। তা ছাড়া গত কয়েক দিনে কালিয়াচকেও নানা অশান্তির ঘটনা ঘটেছে। করিমের প্রতিবেশীরা জানাচ্ছেন, কালিয়াচকের মজমপুর গত কয়েক মাস শান্তই ছিল। কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে এলাকা।
অন্য দিকে, পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ পেয়েছে তারা। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তবে কারও আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি।