Jadavpur University

বার্ষিক প্যাকেজ ৫৮ লক্ষ! ক্যাম্পাস ইন্টারভিউয়ে নজর কাড়ল যাদবপুর

৮৩% পড়ুয়া ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন। সর্বাধিক বার্ষিক প্যাকেজ ৫৮ লক্ষ টাকা। ছাত্রছাত্রীদের ইন্টারভিউ হচ্ছে অনলাইনে।

Advertisement

মধুমিতা দত্ত

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৭:০৩
Share:

ফাইল চিত্র।

করোনার চোখরাঙানির মধ্যেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ইন্টারভিউয়ে কর্মসংস্থানের হার খুব ভাল। ৮৩% পড়ুয়া ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন। সর্বাধিক বার্ষিক প্যাকেজ ৫৮ লক্ষ টাকা। ছাত্রছাত্রীদের ইন্টারভিউ হচ্ছে অনলাইনে।

Advertisement

যাদবপুরের প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য বুধবার জানান, ৫০ লক্ষ টাকা ও তার বেশি বার্ষিক প্যাকেজ পেয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ পড়ুয়া। কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া সর্বাধিক ৫৮ লক্ষ টাকার চাকরি পেয়েছেন একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থায়। ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষের বার্ষিক প্যাকেজ পাওয়া পড়ুয়াদের মধ্যে রয়েছেন ১৮ জন। ‘‘লকডাউনেও অনলাইনে পড়ুয়ারা ইন্টারভিউ দিচ্ছেন। যে-সব সংস্থা আগেই চাকরির প্রস্তাব দিয়েছে, এখনও পর্যন্ত তাদের কেউই সিদ্ধান্ত বদল করেনি,’’ বলেন শমিতাদেবী।

২০১৮ সালে সর্বাধিক বার্ষিক প্যাকেজ ছিল ৪২ লক্ষ টাকা। ২০১৯ সালে সর্বাধিক প্যাকেজ ছিল সাড়ে ৪১ লক্ষ টাকার। এ বার এখনও পর্যন্ত সেটা ৫৮ লক্ষ টাকা। কলা ও বিজ্ঞান বিভাগে যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের মধ্যে চাকরি পাওয়ার হার খুবই ভাল বলে জানান শমিতাদেবী। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে প্লেসমেন্ট ভালই হয়। তিনি জানান, ইঞ্জিনিয়ারিংয়ের এই সব বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগেও প্লেসমেন্ট ভাল। তাদের মধ্যে ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পাওয়ার হার চোখে পড়ার মতো।

Advertisement

আরও পড়ুন: করোনা: নতুন রোগ বলেই কি চিনতে দেরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement