অনশন প্রত্যাহারে জোড়া শর্ত অর্ণবের

আগামী দিনে তাঁর পড়াশোনার দায়িত্ব কারামন্ত্রী এবং ডিজি (কারা)-কে নিতে হবে বলে দাবি তুলেছেন মাওবাদী বন্দি অর্ণব দাম। সেই সঙ্গে মঙ্গলবারের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে কর্তৃপক্ষ লিখিত প্রতিশ্রুতি দেওয়ার আগে পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০২:১২
Share:

অর্ণব দাম। ফাইল ছবি।

আগামী দিনে তাঁর পড়াশোনার দায়িত্ব কারামন্ত্রী এবং ডিজি (কারা)-কে নিতে হবে বলে দাবি তুলেছেন মাওবাদী বন্দি অর্ণব দাম। সেই সঙ্গে মঙ্গলবারের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে কর্তৃপক্ষ লিখিত প্রতিশ্রুতি দেওয়ার আগে পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। অর্ণব বুধবার জেল-কর্তৃপক্ষকে এই জোড়া শর্তের কথা জানিয়েছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠেরা। মঙ্গলবার জেল-কর্তৃপক্ষের ভুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ায় ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) দিতে পারেননি অর্ণব।

Advertisement

প্রতিবাদে মঙ্গলবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অনশন প্রত্যাহারের আবেদন নিয়ে এ দিন প্রেসিডেন্সি জেলে অর্ণবের সঙ্গে দেখা করেন কারা দফতরের কয়েক জন কর্তা। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন অর্ণব। তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, সরকার পিএইচডি করার ব্যবস্থা করলে তবেই অনশন প্রত্যাহার করবেন তিনি। কিন্তু আইন অনুযায়ী এ ভাবে লিখিত প্রতিশ্রুতি দেওয়া যায় না বলে জানাচ্ছে কারা দফতর।

এই পরিস্থিতির কথা জানিয়ে কারামন্ত্রী, ডিজি (কারা) এবং রাজ্য মানবাধিকার কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে তারা। এই ঘটনায় কারা দফতরের সংশ্লিষ্ট কর্মীদের শাস্তির দাবিতে এ দিন ডিজি (কারা) অরুণ গুপ্তকে স্মারকলিপি দেন এপিডিআর নেতৃত্ব। সংগঠনের তরফে র়ঞ্জিত শূর বলেন, ‘‘যাঁদের গাফিলতিতে অর্ণবের মতো মেধাবী পরীক্ষায় বসতে পারলেন না, তাঁদের শাস্তির দেওয়া দরকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement