কটূক্তির প্রতিবাদ, সোনারপুরে আক্রান্ত দম্পতি

কটূক্তির প্রতিবাদ করায় এক দম্পতিকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার দুপুরে সোনারপুর থানার পাইকপাড়া এলাকায় তাঁদের উপরে ওই হামলা হয়। মঙ্গলবার সকালে সোনারপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০১:৩৮
Share:

কটূক্তির প্রতিবাদ করায় এক দম্পতিকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার দুপুরে সোনারপুর থানার পাইকপাড়া এলাকায় তাঁদের উপরে ওই হামলা হয়। মঙ্গলবার সকালে সোনারপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পায়েল দে নামে ওই মহিলা জগদ্দলে নিজের বাড়িতে ফিরছিলেন। পায়েল পেশায় যোগাসনের প্রশিক্ষক। ওই দিনও নরেন্দ্রপুরের এক আবাসনে প্রশিক্ষণ দিয়ে ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তায় দুই যুবক তাঁকে কটূক্তি করে। ঘটনাস্থল থেকেই পায়েল ফোন করে স্বামী শিবশঙ্কর দে-কে ডাকেন। মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকদের আচরণের প্রতিবাদ করেন শিবশঙ্কর। অভিযোগ, স্বামীর সামনেই তখন পায়েলের উপরে চড়াও হয় ওই যুবকেরা। রাস্তায় ফেলে ওই মহিলাকে মারধর করা হয়। স্ত্রীকে বাঁচাতে গেলে শিবশঙ্করও আক্রান্ত হন বলে অভিযোগ। সেই সঙ্গেই দুই যুবক ফোন করে আরও কয়েক জনকে ঘটনাস্থলে ডেকে আনেন।

পুলিশ জানায়, পায়েলের চোখে ও বুকে চোট লেগেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, শিবশঙ্করবাবুর সঙ্গে ওই এলাকার কয়েক জনের সঙ্গে বচসা হয়েছিল। তার পর থেকেই ওই মহিলাকে কটূক্তি করা হতে থাকে। আক্রান্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে হামলাকারী যুবকদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত ওই দিনের ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন