বিচারক বদল, জামিনের আর্জি নাকচ মাতঙ্গের

বিচারক বদল হলেও এজলাস বদলায়নি। আলিপুর আদালতের সেই এজলাসেই সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। সোমবার আলিপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক লক্ষ্মীকান্ত দাস মামলাটি শোনেন। ৫ জুন মামলাটি উঠেছিল জেলা বিচারক সমরেশ চৌধুরীর এজলাসে। কিন্তু তিনি সারদার কোনও মামলা আর শুনবেন না বলে সে-দিন জানিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:৩৬
Share:

বিচারক বদল হলেও এজলাস বদলায়নি। আলিপুর আদালতের সেই এজলাসেই সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের জামিনের আবেদন খারিজ হয়ে গেল।
সোমবার আলিপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক লক্ষ্মীকান্ত দাস মামলাটি শোনেন। ৫ জুন মামলাটি উঠেছিল জেলা বিচারক সমরেশ চৌধুরীর এজলাসে। কিন্তু তিনি সারদার কোনও মামলা আর শুনবেন না বলে সে-দিন জানিয়ে দেন। ঠিক হয়, ১৫ জুন সমরেশবাবুর এজলাসেই মাতঙ্গের আবেদনের শুনানি হবে। তবে অন্য বিচারকের সামনে। এর আগে সমরেশবাবুই সারদা সংক্রান্ত মামলা শুনছিলেন। তাঁর এজলাস থেকেই জামিন পান অন্যতম অভিযুক্ত, ব্যবসায়ী সৃঞ্জয় বসু। মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি চলছিল তাঁরই এজলাসে। সমরেশবাবুর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। মদনবাবুর মামলাটি বিচার ভবনে পাঠিয়ে দেয় হাইকোর্ট। ৫ জুন সমরেশবাবুর এজলাসে মাতঙ্গের জামিন-মামলা উঠলে তিনি জানিয়ে দেন, তাঁর এজলাসেই ওই জামিনের আর্জির শুনানি হবে। তবে সেটি শুনবেন অন্য বিচারক।

Advertisement

সৃঞ্জয়ের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। কাল, বুধবার তার শুনানি হবে। ৪৫৫ নম্বর ডায়মন্ড হারবার রোডের ঠিকানায় সারদা গোষ্ঠীর ৪৩টি সংস্থার নামে পুরসভা কী ভাবে লাইসেন্স দিয়েছিল, তা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিল সিবিআই। মেয়র শোভন চট্টোপাধ্যায় এ দিন জানান, সেই চিঠির জবাব পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন