Matua

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মতুয়া মহাসঙ্ঘের বড়মা

গতকালের তুলনায় এ দিন সঙ্কট কিছুটা কেটেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৮:৪৭
Share:

হাসপাতালে বড়মা। তাঁকে দেখতে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।—নিজস্ব চিত্র।

মতুয়া মহাসঙ্ঘের প্রধান বড়মা বীণাপাণি দেবী গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বুকে কফও জমেছে। সেই অবস্থায় বৃহস্পতিবার কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে সেখানেই ভর্তি রয়েছেন তিনি। তবে আগের চেয়ে পরিস্থিতি একটু ভাল বলে জানা গিয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আনা হয় বড়মাকে। তাঁর দেখভালের জন্য ১১ জন চিকিত্সককে নিয়েমেডিক্যাল বোর্ড গঠিত হয়। সারাক্ষণ তাঁদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।

তবে গতকালের তুলনায় এ দিন সঙ্কট কিছুটা কেটেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বড়মাকে দেখতে ওই দিনই হাসপাতালে ছুটে যান তিনি। এ দিনও একদফা ঘুরে এসে,‘বড়মা ভাল আছেন’ বলে জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: দেশে ফিরে কোন কোন পরীক্ষার সম্মুখীন হতে পারেন অভিনন্দন!​

আরও পড়ুন: ভারত নিয়ে অবস্থান পাল্টাচ্ছে চিন? পুলওয়ামা কাণ্ডের পর উঠছে প্রশ্ন​

গতকাল হাসপাতালে ছিলেন বড়মার পুত্রবধূ তথা বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। ভোটের আগে সেবা শুশ্রূষার ছবি দেখিয়ে সহানুভূতি কুড়োতে, তিনিই জোর করে বড়মাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বড়মার নাতি শান্তনু ঠাকুর। বয়স ১০০-র কাছাকাছি হলেও, মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বড়মা দিব্য সুস্থ আছেন বলে দাবি তাঁর।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর জানতে পড়ুন আমাদের রাজ্য বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement