২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে রবিবার একাধিক কর্মসূচি হল মেদিনীপুরে। এ দিন সকালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে শহরে এক মিছিল হয়। তারা সভাও করে।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:১১
Share:

বিদ্যাসাগর হলে তৃণমূলের সভা

২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে রবিবার একাধিক কর্মসূচি হল মেদিনীপুরে। এ দিন সকালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে শহরে এক মিছিল হয়। তারা সভাও করে। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি চন্দন সাহা। বিকেলে তৃণমূল সংখ্যালঘু সেলের ডাকে আর একটি মিছিল হয় শহরে। বিদ্যাসাগর হলে এ দিন তৃণমূলের মেদিনীপুর শহর কমিটির বর্ধিত সভাও হয়। সেখানে দলের কাউন্সিলরদের পাশাপাশি ছিলেন শহর তৃণমূলের সভাপতি তথা দলের অন্যতম জেলা কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী। আশিসবাবু বলেন, “২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রতি বছরের মতোই কর্মী-সমর্থকরা উত্‌সাহিত। শহরের প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি কর্মসূচি হয়েছে। বর্ধিত সভায় সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, সাংগঠনিক কিছু দিক নিয়েও সেখানে আলোচনা হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement