পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ফাইল চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলার ছ’টি থানায় অফিসার ইনচার্জ (ওসি)-সহ ১২ জন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলি হল বুধবার। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।
ওসি বেলদা গোবর্ধন সাউ বদলি হয়ে যাচ্ছেন খড়্গপুর টাউন থানায়, বেলদা থানার ওসি হচ্ছেন প্রণব সেনাপতি। তিনি ছিলেন গড়বেতার ওসি। গড়বেতা থানার ওসি হচ্ছেন চঞ্চল সিংহ। তিনি সবং থানার ওসি ছিলেন। সবং থানার ওসি হচ্ছেন শুভঙ্কর রায়। তিনি ছিলেন চন্দ্রকোনা রোডের ওসি। চন্দ্রকোনা রোডের ওসি হচ্ছেন পুরুষোত্তম পাণ্ডে। তিনি ছিলেন খড়্গপুর টাউন থানায়। ডেবরা থানার ওসি হচ্ছেন পলাশ কুইলা। তিনি ছিলেন খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ।
ডেবরা থানার ওসি প্রণয় রাইকে খড়্গপুর লোকাল থানার ওসি পদে বদলি করা হয়েছে। অন্য সাব-ইনস্পেক্টরদের মধ্যে সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ হচ্ছেন শিবরাম বেরা। তিনি ছিলেন পিংলা থানায়। খড়্গপুর আইআইটি হিজলি ফাঁড়ির ইনচার্জ তপন মাইতি যাচ্ছেন চন্দ্রকোনা রোডের ইনচার্জ হয়ে। চন্দ্রকোনা রোডের ইনচার্জ রাজেশ পারুয়া যাচ্ছেন হিজলি ফাঁড়ির ইনচার্জ হয়ে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এটি রুটিন বদলি।’’
কিন্তু রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পর্ব শুরু হওয়ার ঠিক পরেই পশ্চিম মেদিনীপুর জেলায় এক সঙ্গে ১২ জন পুলিশ অফিসারের বদলি ঘিরে জল্পনা তৈরি হয়েছে।