পাঁশকুড়ায় ধৃত খুনে অভিযুক্ত দুই

খেলার মাঠ নিয়ে বিবাদের জেরে পাঁশকুড়ার আমড়াগোয়াল গ্রামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে ধরল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৩
Share:

খেলার মাঠ নিয়ে বিবাদের জেরে পাঁশকুড়ার আমড়াগোয়াল গ্রামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে ধরল পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার রাতে আমড়াগোয়াল থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রঞ্জিত সামন্ত ও প্রসেনজিৎ সামন্ত। শুক্রবার ধৃতদের তমলুক আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘আমড়াগোয়াল গ্রামে এক যুবককে খুনের ঘটনায় বৃহস্পতিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগেই আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।’’

পাঁশকুড়া থানার প্রতাপপুর-২ পঞ্চায়েতের আমড়াগোয়াল গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মাঠে ভলিবল খেলত স্থানীয় একদল যুবক। এই খেলা নিয়ে আপত্তি জানিয়ে নোটিস দেন গ্রাম কমিটির সম্পাদক রঞ্জিত সামন্ত। এ নিয়ে স্থানীয় যুবকরা ২০১৫ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় রঞ্জিতের সঙ্গে দেখা করে প্রতিবাদ জানাতে যান। অভিযোগ, সেই সময় রঞ্জিত আরও কয়েকজনকে নিয়ে স্থানীয় যুবক নিতাই মণ্ডল-সহ সাত জনকে বেধড়ক মারধর করে। মাথায় আঘাত লাগে নিতাইয়ের। ঘটনার পরদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে বছর সাতাশের নিতাইয়ের মৃত্যু হয়।

Advertisement

ঘটনায় রঞ্জিত-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়। কয়েকজনকে আগে ধরা হলেও মূল অভিযুক্ত রঞ্জিত ও প্রসেনজিৎ পলাতক ছিল বলে অভিযোগ। ঘটনার তদন্তে জেলা পুলিশের তরফে বিশেষ দল গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে ওই দল আমড়াগোয়াল গ্রামে হানা দিয়ে তাঁদের দু’জনকে গ্রেফতার করে।

বৈঠক। তৃণমূলের হলদিয়া ব্লক সভাপতি হওয়ার শুক্রবার প্রথম সাংগঠনিক বৈঠক করলেন জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। শুক্রবার সন্ধ্যায় হলদিয়া পুরসভার দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি জানান, ‘‘গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেব না। আসন্ন উপনির্বাচনের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন