Accidental Deaths In Pingla

বাসের চাকায় পিষ্ট হয়ে পাঁশকুড়ার দুই তরুণের মৃত্যু! উত্তেজনা এলাকায়, পলাতক বাসচালকের খোঁজে পুলিশ

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করেন স্থানীয়েরা। তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল পিংলা হাসপাতালে। কিন্তু দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৫:৫৪
Share:

বাসের ধাক্কায় দুই তরুণ ছিটকে পড়েছিলেন বাইক থেকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বাসের ধাক্কায় চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু দুই তরুণের। শনিবার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের মুন্ডমারি এলাকায়। বাসের চালকের খোঁজে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকালে একটি যাত্রিবাহী বাস বালিচক থেকে সবঙের দিকে যাচ্ছিল। একই সময়েই ময়নার দিক থেকে বালিচকের দিকে মোটরবাইক নিয়ে দুই তরুণ যাচ্ছিলেন। মুন্ডুমারি তিন মাথার মোড়ের কাছে ওই বাইকটিকে সজোরে ধাক্কা মারে বাসটি। দুই আরোহী রাস্তায় পড়ে ঘাতক বাসের চাকাতেই পিষ্ট হন।

আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করেন স্থানীয়েরা। তাঁদের নিয়ে যাওয়া হয় পিংলা হাসপাতালে। কিন্তু দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে মৃতদের নাম এবং পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম হুরাই রা এবং আসাদুল মলিডা। দু’জনেরই বয়স ২০ বছর এবং তাঁরা পাঁশকুড়া থানার বাসিন্দা। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসচালক ওই ঘটনার পরেই পালিয়ে যান। তাঁর খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement