Ghatal Rape Case

স্বামী বাজারে, ঘরে ঢুকে বধূকে গণধর্ষণ, গায়ে সিগারেটের ছেঁকা! ঘাটালে গ্রেফতার তিন প্রতিবেশী

স্থানীয় সূত্রে খবর, ঘাটাল শহরে একটি এক কামরার ঘর ভাড়া নিয়েছিলেন এক দম্পতি। অনেক দিন ধরে তাঁরা ওই এলাকায় রয়েছেন। মহিলা শারীরিক ভাবে প্রতিবন্ধী। কানে শুনতে পান না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্বামী বাজারে গিয়েছিলেন। সেই সুযোগে ভাড়াবাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ উঠল তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে। ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ঘাটাল শহরে একটি এক কামরার ঘর ভাড়া নিয়েছিলেন এক দম্পতি। অনেক দিন ধরে তাঁরা ওই এলাকায় রয়েছেন। মহিলা শারীরিক ভাবে প্রতিবন্ধী। কানে শুনতে পান না। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ঘরে ঢুকে পড়েন পাশের একটি ঘর ভাড়া নেওয়া তিন যুবক। তাঁরা শারীরিক অত্যাচার করেন মহিলাকে। স্বামীর অভিযোগ, তিনি বাড়ি ফিরে দেখেন, স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছেঁকা। স্ত্রী জানান, তাঁকে ধর্ষণ করা হয়েছে। ‘নির্যাতিতা’র স্বামীর কথায়, ‘‘রাতে (বৃহস্পতিবার) আমি বাজারে গিয়েছিলাম দরজা বন্ধ করে। ফিরে এসে দেখি, ভিতর থেকে দরজা বন্ধ। বেশি কিছু ক্ষণ দরজা ধাক্কাধাক্কি করি। শেষে স্ত্রী দরজা খোলে। ওর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেখে চমকে উঠি...।’’ বর্তমানে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। অভিযোগ, তাঁকে ধর্ষণের পরে সিগারেটের ছ্যাঁকা দেন প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তেরা মাস খানেক আগে ওই ঘরটি ভাড়া নেন। একটি ঘরে তিন যুবক থাকতেন। অভিযোগ, বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবন্ধী মহিলাকে তাঁরা যৌন হেনস্থা করেছেন। ‘নির্যাতিতা’র স্বামী বলেন, ‘‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের নাম জানি না। তবে মুখ চিনি।’’

Advertisement

অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক। তিনি বলেন, ‘‘শনিবার তিন জনকেই ঘাটাল মহকুমা আদালতে হাজির করানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। টিআই প্যারেডের জন্য আদালতে আবেদন জানানো হচ্ছে। আর মহিলার চিকিৎসা চলছে।’’ তিনি আরও বলেন, ‘‘যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেখানে কয়েক জন শ্রমিক ভাড়া নিয়ে থাকতেন। তাঁরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। মহিলার শারীরিক পরীক্ষা করানো ছাড়া তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement