স্কুলের ৭৫ বছর

প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দু’দিনের অনুষ্ঠান শুরু হয়েছে এগরা ২ ব্লকের ভবানীচক হাইস্কুলে। প্রথম দিন শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভবানীচক বাজার পরিক্রমার করে।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share:

মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করছেন প্রাক্তনী তথা বিধায়ক সমরেশ দাস। —নিজস্ব চিত্র।

প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দু’দিনের অনুষ্ঠান শুরু হয়েছে এগরা ২ ব্লকের ভবানীচক হাইস্কুলে। প্রথম দিন শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভবানীচক বাজার পরিক্রমার করে। পরে স্কুল প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সমরেশ দাস। স্কুলের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠিত হয় শিক্ষা বিষয়ক সেমিনার ও গুণীজন সংবর্ধনা। শেষ দিন অর্থাৎ আজ, রবিবার সকাল ১০টা থেকে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ৭৫ বছর পূর্তির দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে ২০১৬ সালের জানুয়ারি মাসে হবে বলে জানান প্রধান শিক্ষক পুরঞ্জন দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement