TMC Block president

TMC Block President: ব্লক সভাপতির নাম ঘোষণার আগেই সংবর্ধনা

গত ২২ অগস্ট জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কলকাতায় দীর্ঘ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দ্রকোনা রোড শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১০:০১
Share:

ব্লক সভাপতির নাম ঘোষণার আগেই সংবর্ধনা। সমাজ মাধ্যমে চলছে প্রচারও।

কে হবেন ব্লক সভাপতি? কার ভাগ্যে শিকে ছিঁড়বে?

Advertisement

দলের শীর্ষ নেতৃত্বের ঘোষণার আগে জোর জল্পনা তৃণমূলের অন্দরে। আর তার মাঝেই এক নেতাকে ব্লক সভাপতি করা হয়েছে ধরে নিয়েই সংবর্ধনা পর্যন্ত হয়ে গেল চন্দ্রকোনা রোডে (গড়বেতা ৩)। গত কয়েকদিনে ওই নেতা দলের কর্মী, সমর্থক, এমনকি গ্রামের মানুষের থেকেও সংবর্ধনা পেয়েছেন। তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। এক জেলা নেতা বলছেন, ‘‘ঘোষণার আগেই অতি উৎসাহী হয়ে এই কাজ আসলে দলকে ছোট করার জন্যই।’’

গত ২২ অগস্ট জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কলকাতায় দীর্ঘ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলার বেশ কয়েকটি ব্লকে সভাপতি বদলের ইঙ্গিত মেলে। পাশের জেলা বাঁকুড়া ও ঝাড়গ্রামের ব্লক সভাপতিদের নাম ঘোষণা হলেও শনিবার বিকেল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের তালিকা প্রকাশিত হয়নি। নতুন কেউ, না পুরনো মুখেই আস্থা? এ নিয়ে জোর জল্পনা চলছে তৃণমূলে।

Advertisement

এই আবহেই চন্দ্রকোনা রোডে তৃণমূলের একাংশ কর্মী-সমর্থকের কাছে খবর, ব্লকের কোর কমিটির সদস্য তথা আমশোল অঞ্চলে দলের চেয়ারম্যান চিন্ময় সাহাই ব্লক সভাপতি হচ্ছেন। সেই মতো তাঁকে সংবর্ধনা দেওয়ার পর্ব শুরু হয়েছে। সংবর্ধনার ছবি সমাজমাধ্যমেও পোস্ট করা হচ্ছে। সংবর্ধনার আয়োজক এক শাখা সংগঠনের নেতা বলছেন, ‘‘আভাস পেয়েছি উনিই (চিন্ময়) ব্লক সভাপতি হচ্ছেন। তাই আমরা ওঁকে সংবর্ধনা দিয়েছি।’’ দলের এক ব্লক নেতার অবশ্য বিস্ময়, ‘‘নাম ঘোষণাই হল না, অথচ তার আগে সংবর্ধনা শুরু হয়ে গেল!’’

যাঁকে ব্লক সভাপতি ধরে নিয়ে আগাম সংবর্ধনা দেওয়া হচ্ছে সেই চিন্ময় বলছেন, ‘‘দল থেকে ঘোষণা না হলেও সবাই ধরে নিয়েছে আমাকেই ব্লক সভাপতি করা হচ্ছে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত ৩০-৩৫ বার সংবর্ধিত হয়েছি।’’ যদিও দলের জেলা নেতৃত্ব এতে অবাকই। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘২৮-৩০ অগস্টের মধ্যে দলের পেজে জানিয়ে দেওয়া হবে ব্লক ও শহর সভাপতিদের নাম। তার আগে এ সব করা মানে দলকে ছোট করার চেষ্টা। নাম ঘোষণার আগে এ সব ঠিক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন