মাতঙ্গিনী স্মরণে আজ জেলায় অধীর

কিছুদিন আগেই নিমতৌড়ি স্মৃতিসৌধে জেলা কংগ্রেসের কর্মি সভায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ বার শহিদ মাতঙ্গিনী হাজরার ৭৫ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ, ফের পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৯
Share:

কিছুদিন আগেই নিমতৌড়ি স্মৃতিসৌধে জেলা কংগ্রেসের কর্মি সভায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ বার শহিদ মাতঙ্গিনী হাজরার ৭৫ তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ, ফের পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন তিনি। আজ, সকালেবানপুকুরে শহিদ মাতঙ্গিনী হাজরার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন। তারপর পটাশপুরে দলীয় কর্মিসভায় যোগ দেবেন তিনি।

Advertisement

মাতঙ্গিনী হাজরার ৭৫ তম আত্মবলিদান দিবস স্মরণ উপলক্ষে আজ, নানা কর্মসূচি নিয়েছে শাসকদল প্রভাবিত শহিদ মাতঙ্গিনী হাজরার ৭৫ তম আত্মবলিদান দিবস উদযাপন কমিটি। উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সভাপতি হলেন তমলুকের তৃণমূল পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন।

এ দিন দুপুরে তমলুক শহরের রাজ ময়দানে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী-সহ সাধারণ মানুষের জমায়েত ও শহরের বানপুকুরে মাতঙ্গিনী হাজরার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো এবং স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

তমলুকের পুরপ্রধান রীবন্দ্রনাথ সেন জানান, শহিদস্থলের কাছে মাতঙ্গিনী হাজরা শহিদ হওয়ার সময় সঙ্গীদের নিয়ে যে ভাবে মিছিল করেছিলেন সেই মুহূর্ত তুলে ধরে একটি স্মারক তৈরি করা হয়েছে। সেটিও এ দিন প্রকাশ করা হবে।

তবে একই দিনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পূর্ব মেদিনীপুর জেলায় কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি বলেন, ‘‘১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শহিদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস কংগ্রেসের কর্মী-সমর্থকদের কাছে খুবই মহত্বপূর্ণ। তাই দলীয়ভাবে আমরা এই কর্মসূচি নিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন