Jhargram School Incident

শিক্ষকের হাতে চড় খেয়ে প্রতিশোধ নিতে স্কুলে পিস্তল নিয়ে গিয়েছিল ছেলে! ২৫ দিন পর গ্রেফতার বাবা

যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে দশম শ্রেণির ছাত্র শিক্ষককে ‘ভয় দেখাতে’ গিয়েছিল, সেটি তার বাবার। শনিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১
Share:

ছাত্রকে শাসন করে পিস্তলের সামনে পড়েন ঝাড়গ্রামের স্কুলের শিক্ষক! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শিক্ষকের হাতে চড় খেয়ে পিস্তল বার করে তাঁকে ‘ভয় দেখাতে’ গিয়ে গ্রেফতার হয়েছিল ছেলে। সে দিন থেকে পলাতক ছিলেন বাবা। ঘটনার ২৫ দিন পরে দশম শ্রেণির ওই ছাত্রের বাবাকে ধরল পুলিশ। শনিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। দুপুরেই ঝাড়গ্রাম আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্তকে। বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

গত ১৮ অগস্ট গোপীবল্লভপুর-২ ব্লকের একটি উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ইতিহাসের ক্লাসে বসে দুষ্টুমি করার জন্য এক ছাত্রকে চড় মেরে শাসন করেছিলেন শিক্ষক। তার পর টিফিনের সময় প্রধানশিক্ষকের ঘরে চলে গিয়েছিল ওই ছাত্র। তখন কয়েক জন সহকারি শিক্ষক বসেছিলেন।তাঁদের চোখ যায় জানলার বাইরে। শিক্ষকেরা দেখেন, এক ছাত্রের হাতে পিস্তল। সে সেটি নিয়ে প্রধানশিক্ষকের কক্ষের দিকে এগোনোর চেষ্টা করছে। তবে সহপাঠীরা তাকে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে এক সিভিক ভলান্টিয়ার গিয়ে দশম শ্রেণির ছাত্রের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেন। ঘটনাক্রমে গ্রেফতার হয় ওই ছাত্র। কিন্তু সে দিন থেকে তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জুভেনাইল বোর্ডের নির্দেশে বর্তমানে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি হোমে রয়েছে ওই ছাত্র। শনিবার তার বাবাকে পাকড়াও করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ছেলেটি যে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে এসেছিল, সেটি তার বাবার। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভিভাবককে গ্রেফতার করা হয়েছে। বেলিয়াবাড়া থানা সূত্রে খবর, পিস্তল সহ আরও বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে কি না, খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement