Flood Like Situation In Ghatal

মরসুমে ষষ্ঠ বার বন্যার মুখে ঘাটাল! শিলাবতী ফুঁসছে, ডিভিসি-র জল রূপনারায়ণে মিশলেই ফের বানভাসি

শিলাবতী নদীর কেঠিয়া খালে জলস্তর বাড়তে শুরু করেছে। অন্য নদীগুলিরও কমবেশি একই অবস্থা। তার মধ্যে ডিভিসির ছাড়া জল রূপনারায়ণে মিশছে। এর প্রভাবে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনিক লোকজন থেকে স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৬:০০
Share:

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মাইকিং করছেন —নিজস্ব চিত্র।

ঘাটালে আবার বন্যা পরিস্থিতি! এই নিয়ে চলতি মরসুমে ষষ্ঠ বার বিপর্যয়ের মুখে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। পুজোর পরে সম্ভাব্য বিপর্যয়ের কথা ভেবে আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

গত কয়েক দিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বেড়েছে। একই অবস্থা রূপনারায়ণ, ওল্ড কাঁসাই নদীরও। পরিস্থিতি দেখে আগেভাগে সতর্ক হয়েছে প্রশাসন। শনিবার মহকুমা শাসকের তরফে মাইকিং করে সতর্ক করা হয় বিভিন্ন এলাকায়। হ্যান্ডমাইক হাতে নদীপথে বেরিয়েছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি এলাকাবাসীকে সাবধান করেন। সঙ্গে ছিলেন বিডিও-ও।

স্থানীয় সূত্রে খবর, শিলাবতী নদীর কেঠিয়া খালে জলস্তর বাড়তে শুরু করেছে। অন্য নদীগুলির কমবেশি একই অবস্থা। তার মধ্যে ডিভিসির ছাড়া জল রূপনারায়ণে মিশছে। এর প্রভাবে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনিক লোকজন থেকে স্থানীয় বাসিন্দারা। মহকুমা শাসকের কথায়, ‘‘ঘণ্টায় ঘণ্টায় শিলাবতী নদীর জলস্তর বাড়ছে।’’

Advertisement

পরিস্থিতি যা, তাতে যে কোনও মুহূর্তে বন্যা হতে পারে ঘাটালে। জলমগ্ন হয়ে পড়তে পারে ঘাটাল মহকুমায় বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যথাসম্ভব প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। যাঁরা মাটির বাড়িতে থাকেন, তাঁদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মহকুমা শাসক। পাশাপাশি সাপের উপদ্রপ থাকায় স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রশাসন সূত্রে খবর, আশ্রয়কেন্দ্রগুলোতে থাকার বন্দোবস্ত করা হচ্ছে। রান্নার ব্যবস্থা ছাড়াও শুকনো খাবার মজুত করতে শুরু করেছে তারা। সেই সঙ্গে মেডিক্যাল টিম তৈরি করা হচ্ছে।

‘না-জানিয়ে’ জল ছাড়ার অভিযোগে ডিভিসি-কে তোপ দেগেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বাংলায় এই পরিস্থিতি তৈরি করছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বিজয়ার শুভেচ্ছা জানানোর পর দলের নেতাদের নিজ নিজ এলাকায় ডিভিসি-র ছাড়া জলের মোকাবিলায় নামতে নির্দেশ দেন মমতা। আরামবাগের সাংসদ মিতালী বাগ থেকে গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ, পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রদ‍্যোৎ ঘোষদের যে সব এলাকা ডিভিসি-র জলে প্লাবিত, সেই সব এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement