মাওবাদী পোস্টার

পুলিশ পোস্টারগুলো উদ্ধার করেছে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘কিছু দুষ্কৃতী এই পোস্টার ছড়িয়েছে। তারা ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চায়। আমরা এদের চিহ্নিত করার চেষ্টা করছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শালবনি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৫:১০
Share:

উদ্ধার হওয়া পোস্টার। নিজস্ব চিত্র

ভোটের দিন ঘোষণা হয়েছে রবিবার। আর সোমবারই মাওবাদী নামাঙ্কিত পোস্টার মিলল শালবনিতে। পোস্টারে তৃণমূল নেতাদের দল ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ পোস্টারগুলো উদ্ধার করেছে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘কিছু দুষ্কৃতী এই পোস্টার ছড়িয়েছে। তারা ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চায়। আমরা এদের চিহ্নিত করার চেষ্টা করছি।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, ‘‘বকলমে বিজেপির লোকেরাই এই পোস্টার দিয়েছে।’’ অভিযোগ উড়িয়ে বিজেপির জেলা সভাপতি শমিত দাশের কটাক্ষ, ‘‘সাতদফায় ভোট হচ্ছে জেনে ওদের দফারফা হয়ে গিয়েছে! তাই উল্টোপাল্টা বকছে!’’

সোমবার দুপুরে শালবনির পিরাকাটার পাথরিতে রাস্তার ধারে সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায়। কোনও পোস্টারে লেখা ছিল, ‘টিএমসি নেতাদের অবিলম্বে দল ছাড়তে হবে। না হলে জনগণের আদালতে কঠোর শাস্তি দেওয়া হবে।’ কোনওটায় লেখা, ‘চোর টিএমসি নেতা হুঁশিয়ার। গণআদালতে আপনাদের সকলের শাস্তি দেওয়া হবে।’

Advertisement

ভোটের দিন ঘোষণার পরদিনই এমন পোস্টার মিলল। ভোটে জঙ্গলমহলে নিশ্চয়ই বাড়তি নিরাপত্তা থাকবে? জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ইতিমধ্যে সিআরপি- র সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছে। জঙ্গলমহলে চিন্তার কোনও কারণ নেই। আমরা সতর্ক রয়েছি। নজরদারি চলছে। জঙ্গলমহলে নজরদারি আরও বাড়ানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন