ডিএসও-র বিক্ষোভ

কলেজে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা, বর্ধিত ফি কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ডিএসও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০১:২৯
Share:

কলেজে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা, বর্ধিত ফি কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে ডিএসও। এদিন সংগঠনের কর্মীরা মেদিনীপুরে মিছিল করেন। পরে পৌঁছন বিশ্ববিদ্যালয়ে। ডিএসওর জেলা সভাপতি দীপক পাত্রের অভিযোগ, “টিএমসিপির লোকেরা এই কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে সংগঠনের কর্মীদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি। কয়েকজনকে মারধরও করে।” অভিযোগ মানতে চায়নি টিএমসিপি। বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক স্বদেশ সরকার বলেন, “বাধা দেওয়ার কোনও ঘটনাই ঘটেনি।” উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ফি বছরই কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরও উঠেছে। ডিএসওর জেলা সভাপতি দীপক পাত্র বলেন, “ভর্তি নিয়ে আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। গত বছরও বিভিন্ন কলেজে দুর্নীতি হয়েছে। মেধা তালিকার বাইরে গিয়ে একাংশ ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হয়েছে। ফলে, মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে।” অনলাইন চালু করেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দুর্নীতি ঠেকাতে পারেনি বলে দাবি ডিএসওর। সংগঠনের জেলা নেতৃত্ব জানান, নির্দিষ্ট কিছু দাবিতেই এদিন বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দাবিপূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে।

Advertisement

সংবর্ধনা। মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের উদ্যোগে বিধায়ক সংবর্ধনা এবং রবীন্দ্র- নজরুল সন্ধ্যা হল সোমবার। ক্লাব সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান হয়। ছিলেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যোত ঘোষ, গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement