কৃষি বিজ্ঞান কেন্দ্র হবে নন্দকুমারে

কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণিসম্পদ নিয়ে গবেষণা ও সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়ার লক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু হচ্ছে পূর্ব মেদিনীপুরে। নন্দকুমারের মূলাখোপ গ্রামে সরকারি কৃষি খামারের জায়গায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এই কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:০০
Share:

কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণিসম্পদ নিয়ে গবেষণা ও সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়ার লক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু হচ্ছে পূর্ব মেদিনীপুরে। নন্দকুমারের মূলাখোপ গ্রামে সরকারি কৃষি খামারের জায়গায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এই কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আগামী ২ মে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু।

Advertisement

জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গবেষণা থেকে প্রাপ্ত জ্ঞান ও আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে দেশের প্রতিটি জেলায় একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এ জন্য অর্থ ও প্রযুক্তিগত সাহায্যও করেছে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ’ (আইসিএআর)।

২০০২ সালে পূর্ব মেদিনীপুর জেলা গঠনের পর কৃষি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এই কেন্দ্র গড়ে তোলার জন্য মূলাখোপ গ্রামে সরকারি কৃষি খামারের প্রায় ২৬ একর জমি চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে কৃষি খামারের পরিকাঠামোর সংস্কার করে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে গবেষণাগার, গবেষকদের আবাসনও গড়ে তোলা হবে।

Advertisement

কৃষি দফতরের উপ-অধিকর্তা জানান, জেলায় ধান ছাড়াও সব্জি, পান, ফুল, কাজু বাদামের মতো উদ্যানজাত ফসল ও মাছ চাষের রেওয়াজ থাকায় এইসব বিষয়ে গবেষণা করবেন বিজ্ঞানীরা। এ জন্য কৃষি, উদ্যানপালন, মৎস্য-প্রাণি সম্পদ বিষয়ের বিজ্ঞানীরা এই কেন্দ্রে নিযুক্ত হচ্ছেন। এই কেন্দ্র থেকে মাটি পরীক্ষা, বিভিন্ন ধরনের বীজ, শস্যের গুণগত মান বৃদ্ধি, আবহাওয়া সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন