—ফাইল চিত্র।
প্রস্তুতি সারা। তবে আজ, বুধবার ঝাড়গ্রামে বিজেপি সভাপতি অমিত শাহ শেষ পর্যন্ত আসবেন কিনা, ২৪ ঘণ্টা আগেও তা স্পষ্ট হল না।
মঙ্গলবার অমিত শাহ মালদহে সভা সেরে ফিরে গিয়েছেন দিল্লিতে। বিজেপি সূত্রে খবর, সভা সেরে তাঁর ফিরে যাওয়ারই কথা ছিল। কিন্তু মালদহে সভা শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে। আর তাতেই ঝাড়গ্রাম সফর ঘিরে জল্পনা উস্কে গিয়েছে। দলেরই এক সূত্রে খবর, অমিতের পরিবর্তে কেন্দ্রীয় নেতারা সভা করবেন। তবে ঝাড়গ্রাম জেলা বিজেপি-র সভাপতি সুখময় শতপথী এ দিন রাতেও বলেন, ‘‘মালদহে সর্বভারতীয় সভাপতি একটু অসুস্থবোধ করেছিলেন। তাঁর চিকিৎসা হচ্ছে এইমস-এ। তাই তিনি দিল্লি গিয়েছেন। তবে উনি ফের রাজ্যে আসছেন। ঝাড়গ্রামের সভাতেও আসবেন বলে আমাদের কাছে খবর আছে।’’ এ দিন অমিতের সভার সমর্থনে ঝাড়গ্রাম শহরে মিছিল করেন বিজেপি-র রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনির রাবণ পোড়া মাঠে আজ অমিতের সভা হওয়ার কথা। সভাস্থল থেকে কিলোমিটার দু’য়েক দূরে শিরষি-র একটি ক্লাবের মাঠে হেলিপ্যাডও তৈরি হয়ে গিয়েছে। দলীয় সূত্রের খবর, শেষ মুহূর্তে অমিত না এলেও কেন্দ্রীয় নেতা ও তারকারা আসবেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, সভার আয়োজকরা দাবি করছেন অমিত শাহ আসবেন। সেই মতো নিরাপত্তা আয়োজন করে রাখা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি, সিআরপিও নিরাপত্তার বিশেষ কিছু দায়িত্বে থাকছে।
তবে অমিতের সভা অনিশ্চিত হয়ে পড়ায় বিজেপি-কে বিঁধতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূলের ঝাড়গ্রাম জেলার আহ্বায়ক উজ্জ্বল দত্তের কটাক্ষ, ‘‘জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থাশীল। তাঁরা কেউ বিজেপি-র সভায় যাবেন না। সেই কারণেই ওদের বড় নেতারা ভয় পাচ্ছেন।’’