মূল্যবোধ জাগাতে সমুদ্রমন্থনে ভরসা

অশুভ শক্তির প্রতীক মহিষাসুরের বিরুদ্ধে লড়াইয়ের অমরত্ব লাভের জন্য সমুদ্র মন্থনের প্রয়োজন পড়েছিল দেবতাদের। অমৃত তুলে এনে নিজেরা শুধু অমরত্ব লাভ করেছিলেন তাই নয়, অশুভ শক্তির হাত থেকে দেবভুমি রক্ষাও করেছিলেন দেবতারা।

Advertisement

সুব্রত গুহ

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০৩:০৩
Share:

মণ্ডপের কাজ শেষের পথে। ছবি: সোহম গুহ।

অশুভ শক্তির প্রতীক মহিষাসুরের বিরুদ্ধে লড়াইয়ের অমরত্ব লাভের জন্য সমুদ্র মন্থনের প্রয়োজন পড়েছিল দেবতাদের। অমৃত তুলে এনে নিজেরা শুধু অমরত্ব লাভ করেছিলেন তাই নয়, অশুভ শক্তির হাত থেকে দেবভুমি রক্ষাও করেছিলেন দেবতারা। গতির যুগে অশুভ শক্তির প্রভাবে ক্রমশ বিষময় হয়ে উঠছে পৃথিবী। এই সময় ফের প্রয়োজন সেই সমুদ্র মন্থনের। তাই সেই সমুদ্রমন্থনই এ বার থিম ‘ইউথ গিল্ড’-এর। ক্লাবের সম্পাদক আশিস জানার কথায়, “মানুষের মানবিক মূল্যবোধ, স্বদেশচেতনা আর ভ্রাতৃত্ববোধ আজ অত্যন্ত প্রয়োজন। মানুষের বিবেক চেতনা জাগানোর পাশাপাশি অমৃতস্য পুত্রাদের আহ্বান করতে এমন থিম।” সমুদ্রমন্থন ভাবনার সাকার রূপ ফুটিয়ে তুলতে কাঁথি শহরের সাধু জানার পুকুর পাড়ে তৈরি করা হয়েছে ধবল পর্বতের আদলে ৭০ ফুট উচ্চতার পুজো মণ্ডপ। মণ্ডপের চূড়ার এক ধারে থাকছে সমুদ্রমন্থনে উঠে আসা গরল পান করে শিবের নীলকন্ঠ রূপের প্রতিমূর্তি। পর্বতের মধ্যেই বিভিন্ন মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে দেবী দুর্গাকে অস্ত্র দানের দৃশ্য। আলো-ধ্বনিতে তুলে ধরা হয়েছে কমলেকামিনী রূপ। মণ্ডপ করতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় হচ্ছে বলে ক্লাব সূত্রে জানা যায়। পঞ্চমীতে শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement