দরজায় খুলতেই হাতি, মৃত্যু

বন দফতরের নয়াবসত রেঞ্জের মধ্যে পড়ে উখলা গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই রেঞ্জের উখলার জঙ্গলে একটি ‘রেসিডেন্সিয়াল’ পূর্ণবয়স্ক হাতি কয়েকবছর ধরেই ঘাঁটি গেড়ে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০০:০৮
Share:

প্রতীকী ছবি।

ফের হাতির হামলা। ফের মৃত্যু।

Advertisement

এ বার হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গোয়ালতোড়ের উখলা গ্রামে। সোমবার ভোরে এই ঘটনায় মৃতের নাম কানাই মাহার (৭২)। কয়েকদিন আগে চন্দ্রকোনা রোডের আড়াবাড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। সে ক্ষেত্রেও ভোরবেলায় দরজা খুলতেই একটি হাতির সামনে পড়ে গিয়েছিলেন ওই প্রৌঢ়। এ দিন উখলা গ্রামে একইভাবে হাতির সামনে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ কানাইয়ের।

বন দফতরের নয়াবসত রেঞ্জের মধ্যে পড়ে উখলা গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই রেঞ্জের উখলার জঙ্গলে একটি ‘রেসিডেন্সিয়াল’ পূর্ণবয়স্ক হাতি কয়েকবছর ধরেই ঘাঁটি গেড়ে রয়েছে। খাবারের সন্ধানে মাঝেমধ্যেই সেটি জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে চলে আসে। বনদফতর থেকে জঙ্গল ঘেঁষা গ্রামের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় মাঝেমধ্যেই। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে জঙ্গল ছেড়ে হাতিটি উখলা গ্রামের ভিতরে একটি গাছে কাঁঠাল খাচ্ছিল। গ্রামের বাসিন্দারা তাকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করছিল। সেই সময় জঙ্গলের রাস্তা ধরে আসছিলেন ওই প্রৌঢ়। মানুষের তাড়া খেয়ে পালাতে গিয়ে হাতিটি ওই প্রৌঢ়কে সামনে পেয়ে শুঁড়ে করে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দারা নয়াবসত রেঞ্জে খবর দিলে বনকর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বনদফতরের এক আধিকারিক বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বনদফতরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণের ৭৫ শতাংশ অর্থ ওই পরিবারের হাতে তুলে দেওয়া হবে, বাকি অর্থও নিয়ম মেনে যথাসময়ে দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement