ASHA Workers Demand

ধিক্কার দিবস আশাকর্মীদের

দুর্গাপুরে মহকুমা শাসকের কার্যালয়ের মূল গেট বন্ধ থাকলেও, তাঁরা জোর করে খুলে ভিতরের চত্বরে ঢুকে পড়েন। বাগদার হেলেঞ্চা এলাকায় বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করেন। প্রতিবাদ-মিছিল হয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:৫১
Share:

বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করলেন আশাকর্মীরা। —ফাইল চিত্র।

পূর্ব ঘোষিত কর্মসূচি বানচাল করতে পুলিশ প্রশাসন তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করেছে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে এমনই অভিযোগ তুলেছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করলেন আশাকর্মীরা। কলকাতা-সহ সমস্ত জেলাতেই হল মিছিল। এ দিন আসানসোলের গির্জা মোড় থেকে পুরসভা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তাঁরা। দুর্গাপুরে মহকুমা শাসকের কার্যালয়ের মূল গেট বন্ধ থাকলেও, তাঁরা জোর করে খুলে ভিতরের চত্বরে ঢুকে পড়েন। বাগদার হেলেঞ্চা এলাকায় বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করেন। প্রতিবাদ-মিছিল হয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বেলদাতে পথে নেমেছিল এসইউসি দলের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। ডেবরা থানায় এ দিন দুপুরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। প্রতীকী অবরোধ হয় বীরভূমের রামপুরহাটে। আশাকর্মী সংগঠনের রাজ্য সম্পাদক ইসমত আর খাতুন বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে ধিক্কার দিবস পালনেও অনেক জায়গাতেই পুলিশ হেনস্থা করেছে। আমরা এখনও কর্মবিরতি চালিয়ে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন