সুতাহাটায় পশু শাবক উদ্ধার

স্থানীয় যুবক শেখ রবিউল ইসলাম বলেন, ‘‘আমরা কয়েকজন মিলে পাশে মাঠে জমা জলে মাছ ধরতে গিয়েছিলাম। ঝোপে একটি নেকড়ের মতো পশু দেখতে পাই। পশুটির পাশে দু’টি বাচ্চাও শুয়ে ছিল। আমাদের দেখতে পেয়ে পশুটি তাড়া করে।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সুতাহাটা শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৮:১০
Share:

উদ্ধার হওয়া শাবক। নিজস্ব চিত্র

নেকড়ের আতঙ্ক ছড়াল সুতাহাটা ব্লকের গুয়াবেড়িয়া গ্রামে।

Advertisement

বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে গিয়েছিলেন ওই গ্রামের কয়েকজন যুবক। তাঁরাই একটি ঝোপে একটি বড় জন্তু দেখতে পান। তাঁরা গ্রামে ফিরে অন্যদের খবর দেন।

স্থানীয় যুবক শেখ রবিউল ইসলাম বলেন, ‘‘আমরা কয়েকজন মিলে পাশে মাঠে জমা জলে মাছ ধরতে গিয়েছিলাম। ঝোপে একটি নেকড়ের মতো পশু দেখতে পাই। পশুটির পাশে দু’টি বাচ্চাও শুয়ে ছিল। আমাদের দেখতে পেয়ে পশুটি তাড়া করে।’’

Advertisement

গ্রামে খবর দিলে অন্যেরা সেখানে যান। তাঁদের দেখে বড় জন্তুটি পালিয়ে যায়। তবে বাচ্চা দু’টিকে নিয়ে যেতে পারেনি তার মা। পরে লোহার খাঁচা বানিয়ে দু’টি বাচ্চাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের দাবি, জন্তুটি নেকড়ে। তাঁরা বন দফতরে খবর দেন।

তবে বিকেল পর্যন্ত বন দফতরের কোনও কর্মী এলাকায় যায়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে, বেলা যত গড়িয়েছে, বাচ্চা জন্তু দু’টিকে দেখতে লোকের সমাগম তত বেড়েছে।

তবে পালিয়ে যাওয়া পশুটিকে নিয়ে চিন্তায় স্থানীয়েরা। এক বাসিন্দা শেখ ইব্রাহিম আলি বলেন, ‘‘বড় জন্তুটি কোথায় পালাল, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চার খোঁজে এলাকায় এসে ও হামলাও করে পারে। দুশ্চিন্তায় রয়েছি।’’

এদিকে, জন্তু উদ্ধারের খবর তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা বন দফতরের আধিকারিক স্বাগতা দাস। তিনি বলেন, ‘‘এরকম ঘটনা জানতাম না। খোঁজ নিয়ে দফতরের কর্মীদের যেতে বলছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন