কম্পিউটার থেকে রেচনতন্ত্র, মডেলের প্রদর্শনী শুরু ৫ই

বছর খানেক আগেও শর্মিলা সরেন, মার্শাল মাণ্ডিদের শুনতে হতো, ‘তারা কিছু পারে না’। আদিবাসী সম্প্রদায়ের সেই পড়ুয়ারাই তৈরি করেছে লালন ফকিরের গ্রাম, উইলিয়াম শেক্সপিয়রের বাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৪
Share:

শিল্পী সঞ্জীব মিত্র-র তত্ত্বাবধানে মডেল বানাতে ব্যস্ত পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

বছর খানেক আগেও শর্মিলা সরেন, মার্শাল মাণ্ডিদের শুনতে হতো, ‘তারা কিছু পারে না’। আদিবাসী সম্প্রদায়ের সেই পড়ুয়ারাই তৈরি করেছে লালন ফকিরের গ্রাম, উইলিয়াম শেক্সপিয়রের বাড়ি। আগামী ৫-৭ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক স্কুলের বার্ষিক উৎসবের প্রদর্শনীতে আদিবাসী পড়ুয়াদের তৈরি এ রকম অজস্র মডেল দেখা যাবে। সুপ্রিম কোর্ট, বিধানসভা ভবন, কম্পিউটারের বিবর্তন, মানুষের রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের এই সব মডেল ঘুরে দেখবেন রাজ্যের মন্ত্রী-আমলা সহ বিশিষ্টজনরা।

Advertisement

এই প্রথমবার স্কুলের বার্ষিক উৎসব ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র-র তত্ত্বাবধানে আদিবাসী ছাত্রছাত্রীরা তৈরি করেছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, রসায়ন, বাংলা, সাঁওতালি-সহ বিভিন্ন বিষয়ের ২৮ টি মডেল। এমনকী সাঁওতালি পুরাকথা অনুযায়ী, আদিবাসীদের প্রথম পুরুষ পিলচু হাড়াম ও প্রথম নারী পিলচু বুড়ির কাহিনীর উপর ভিত্তি করেও মডেল বানিয়েছে মার্শাল, আল্পনারা। এ ছাড়া পড়ুয়ারা তৈরি করেছে বিভিন্ন বিষয়ের কয়েকশো চার্ট। সূত্রের খবর, পড়ুয়াদের এমন কৃতিত্বের কথা জেনে খুশি হয়েছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর পরিচালিত আদিবাসী ছাত্রছাত্রীদের এই আবাসিক স্কুলটি বছর খানেক আগেও ছিল রীতিমতো বেহাল। আদিবাসী পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা যথাযথ খরচ হতো না বলে প্রায়ই অভিযোগ উঠত। ২০১৬ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর অনুরোধে ওই স্কুলের দায়িত্ব নেয় রামকৃষ্ণ মিশন। তারপরেই বদলাতে শুরু করেছে স্কুলের ছবি। গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্কুলের পড়ুয়ারা উল্লেখযোগ্য ফল করেছে। এই স্কুলের কয়েকজন প্রাক্তনী নরেন্দ্রপুর ও বেলুড়ের কলেজে স্নাতকস্তরে পড়ছেন। জঙ্গলমহলের ‘জগদীশ বোস ন্যাশন্যাল সায়েন্স ট্যালেন্ট সার্চ’-এর নোডাল স্কুল হয়েছে একলব্য। সাধারণতন্ত্র দিবসের দিনে কলকাতার রেড রোডে রাজ্য সরকারের অনুষ্ঠানে একমাত্র ঝাড়গ্রাম একলব্য স্কুলের ছাত্রীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে পুরস্কৃত হয়েছে। বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে স্কুলের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত স্বামী শুভকরানন্দ বলেন, “একলব্যরাও যে সব্যসাচী হতে উঠতে পারে, সেটা পড়ুয়ারা
দেখিয়ে দিয়েছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন