বর্ষশেষে দিঘায় ঢল পর্যটকের

বর্ষশেষে রাত উদ্‌যাপন করতে পর্যটকদের ঢল সৈকত শহরে। ২৫ ডিসেম্বর থেকেই দিঘা, মন্দারমণিতে পর্যটকদের আসা শুরু হয়েছে। বড়দিন কাটিয়ে অনেকে ইতিমধ্যে ফিরেও গিয়েছেন। গত শুক্রবার ফের ভিড় বাড়তে শুরু করে পর্য়টনকেন্দ্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০২:৪১
Share:

দিঘার সৈকতে ভিড়। শুক্রবার। — সোহম গুহ।

বর্ষশেষে রাত উদ্‌যাপন করতে পর্যটকদের ঢল সৈকত শহরে। ২৫ ডিসেম্বর থেকেই দিঘা, মন্দারমণিতে পর্যটকদের আসা শুরু হয়েছে। বড়দিন কাটিয়ে অনেকে ইতিমধ্যে ফিরেও গিয়েছেন। গত শুক্রবার ফের ভিড় বাড়তে শুরু করে পর্য়টনকেন্দ্রে। ‘দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর অন্যতম যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, শুধু হোটেল-লজ নয়, নববর্ষ উপলক্ষে অনেকে পিকনিক করতেও দিঘায় এসেছেন। রেল, বাস, ছোট গাড়ি এমনকী লরি ভাড়া করেও অনেকে ঘুরতে এসেছেন। শনি ও রবিবার দিঘায় প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে প্রশাসনের অনুমান।

Advertisement

পর্যটকদের ভিড় বাড়ায় সৈকত শহরে কড়া পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। কাঁথির এসডিপিও ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে দিঘা ছাড়াও অন্য পর্যটন কেন্দ্রগুলিতেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা যাতে নিরাপদে সমুদ্রে স্নান করতে পারেন সে জন্য সমুদ্রে স্পিড বোট, নুলিয়া রাখা হয়েছে। বাইরে থেকে বাড়তি নুলিয়াও আনা হয়েছে। উপকূল থানার পুলিশ বাহিনীও টহল দেবে।” এসডিপিও জানান, শুক্রবার সকাল থেকেই দিঘা অভিমুখী পর্যটকদের গাড়ির সংখ্যা বেড়েছে। তাই বাজকুল থেকে দিঘা পর্যন্ত কলকাতা-দিঘা রাস্তায় বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তার জন্য সিসিটিভি’র মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। ওল্ড ও নিউ দিঘা জুড়ে ইতিমধ্যেই ৩৮টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। দিঘা থানা ও মোহনা থানায় দু’টি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন