Amader Para Amader Samadhan

‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’ গিয়ে তালাবন্দি বিডিও এবং প্রধান! পথের দাবিতে বিক্ষোভ মহিলাদের

বিডিও, পঞ্চায়েত প্রধান-সহ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা ঘণ্টাখানেক আটকে থাকার পর শিবিরে গিয়েছিল পুলিশবাহিনী। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের বিস্তর আশ্বাসে তালা খুলে দেওয়া হলেও দাবিতে অনড় থাকেন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০
Share:

প্ল্যাকার্ডে লেখা, ‘কানাইসাগর গ্রামে রাস্তা হয়নি কেন জবাব চাই, জবাব দাও।’ —নিজস্ব চিত্র।

কেন সংস্কার করা হয়নি রাস্তা? এই প্রশ্ন তুলে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে বিডিওকে তালাবন্দি করলেন গ্রামবাসীরা। প্ল্যাকার্ড হাতে জবাব চাইতে শিবিরে হাজির হলেন মহিলারা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিডিও, পঞ্চায়েত প্রধান-সহ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা ঘণ্টাখানেক আটকে থাকার পর শিবিরে গিয়েছিল পুলিশবাহিনী। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের বিস্তর আশ্বাসে তালা খুলে দেওয়া হলেও দাবিতে অনড় থাকেন গ্রামবাসীরা। এমনকি, বিডিও বাইরে বেরোলে তাঁকে ঘিরে ধরে জানতে চান, ঠিক কবে রাস্তা সংস্কার হবে? ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন বিডিও। তখন বিক্ষোভকারীরাও প্ল্যাকার্ড হাতে তাঁকে কার্যত ধাওয়া করেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে গিয়ে নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক এ ভাবে বিক্ষোভের মুখে পড়ার পর বলেন, “রাস্তা নিয়ে মানুষের একটি দাবি ছিল। আগে কখনও কেউ দাবি জানায়নি। হঠাৎ এসে বিক্ষোভ দেখায়। তবু আমরা তথ্য নিয়েছি। রাস্তাটি ছোট হলে দ্রুত সংস্কার করে দেব। বড় হলে হয়তো একটু সময় লাগতে পারে।’’ তাঁর সংযোজন,“দৌড়ে পালাইনি। গাড়িতে উঠতে গিয়েছিলাম।’’ এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে নারমা গ্রাম পঞ্চায়েতের প্রধান শতরূপা মাইতি নায়েক অবশ্য বিরোধীদের চক্রান্ত দেখছেন। তাঁর প্রশ্ন, “চক্রান্ত না-হলে বিডিও-কে তালাবন্দি করে রাখেন? আলোচনাতে পর্যন্ত বসতে রাজি হননি কেউ।’’

কিন্তু হঠাৎ রাস্তা সংস্কারের দাবিতে এমন বিক্ষোভ হল কেন? নজর দেওয়া হয়নি? প্রধানের জবাব, “ওই রাস্তাটি সংস্কারের জন্য পথশ্রী প্রকল্পে ধরা রয়েছে। তবু অশান্তি তৈরি করতে চক্রান্ত করে এমন বিক্ষোভ করা হয়েছে।’’ অন্য দিকে, নারায়ণগড়ের বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেন, “এখানে আমাদের সংগঠনের এত জোর কোথায় যে হঠাৎ করে দু’শো মহিলা নিয়ে জমায়েত করতে পারব? ওই এলাকার একাধিক রাস্তা খারাপ। তাই স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে সামিল হয়েছেন।’’

Advertisement

উল্লেখ্য, নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়াতে কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সকাল ১০টা নাগাদ সেখানে হাজির হন বিডিও এবং প্রধান। তার পরই দেখা যায় দলে দলে মহিলারা হাজির হচ্ছেন সেখানে। কারও কারও হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, ‘কানাইসাগর গ্রামে রাস্তা হয়নি কেন জবাব চাই, জবাব দাও।’ তলায় লেখা গ্রামবাসীবৃন্দ। কারও প্ল্যাকার্ডে লেখা, ‘রাস্তার বেহাল অবস্থার জন্য তীব্র প্রতিবাদ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement