—প্রতীকী চিত্র।
শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের হুমকি দিয়েছেন! এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের সবং থানার পুলিশ। ‘ধর্ষিতা’র বাবা-মা ওই আত্মীয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার সবং থানায় একটি অভিযোগ দায়ের হয়। তাতে পিসেমশাইয়ের বিরুদ্ধে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোমবার রাতেই অভিযুক্ত লালু খাঁকে গ্রেফতার করে তারা। ৪৪ বছরের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকির অভিযোগে মামলা দায়ের হয়। এ ছাড়া পকসো আইনেও মামলা রুজু হয়েছে।
জানা যাচ্ছে, অভিযুক্তের বাড়ি খড়্গপুর লোকাল থানা এলাকায়। সবং থানা এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। গত ১১ অগষ্ট সবং থানা এলাকায় শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রিত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাড়ির অনুষ্ঠান উপলক্ষে প্রচুর মানুষ আমন্ত্রিত ছিলেন। অভিযোগ, সেই সুযোগে ৯ বছরের মেয়েটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে যান তার পিসেমশাই।
পরে মেয়েটি তার বাবা-মাকে জানায় তার শারীরিক কষ্ট হচ্ছে। কী হয়েছে জিজ্ঞাসা করায় সে পিসেমশাইয়ের কুকর্মের কথা বলে। এ-ও জানায়, তাকে হুমকি দেওয়া হয়েছে, কাউকে এই কথা বললে প্রাণে মেরে ফেলা হবে।
এমন একটি অপরাধের ঘটনা প্রথমে পারিবারিক আলোচনার মধ্য দিয়ে মেটানোর চেষ্টা হয় বলে জানতে পেরেছে পুলিশ। এ-ও জানা গিয়েছে, মীমাংসা না-হওয়ায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ‘নির্যাতিতা’র বাবা-মা। ধৃতকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।