ছয় বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা পূর্বে

বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনিক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক মহকুমার ছয় বিধানসভার বিজেপি প্রার্থীরা। এ দিন সকালে তমলুক শহরের শঙ্করআড়ায় জেলা বিজেপি অফিসের সামনে জমায়েত হন ওই ছয় বিধানসভা এলাকার দলীয় নেতা-কর্মী–সমর্থকরা। এরপর দলীয় প্রার্থীদের নিয়ে বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের মিছিল তমলুক শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের অফিসের সামনে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০০:৪১
Share:

মনোনয়ন জমা দেওয়ার পর তমলুক প্রশাসনিক ভবনের সামনে বিজেপি প্রার্থীরা। ছবি: পার্থপ্রতিম দাস।

বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনিক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তমলুক মহকুমার ছয় বিধানসভার বিজেপি প্রার্থীরা।

Advertisement

এ দিন সকালে তমলুক শহরের শঙ্করআড়ায় জেলা বিজেপি অফিসের সামনে জমায়েত হন ওই ছয় বিধানসভা এলাকার দলীয় নেতা-কর্মী–সমর্থকরা। এরপর দলীয় প্রার্থীদের নিয়ে বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের মিছিল তমলুক শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের অফিসের সামনে যায়।

মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে ছিলেন বিজেপি’র পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি মলয় সিং , দলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ। জেলা প্রশাসনিক অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন তমলুক বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ দত্ত, পূর্ব পাঁশকুড়ার অপর্ণা লস্কর, পশ্চিম পাঁশকুড়ার নারায়ণকিঙ্কর মিশ্র, নন্দকুমারের নীলাঞ্জন মিশ্র, চণ্ডীপুরের পীযুষ দাস ও ময়নার সুকেশ দাস।

Advertisement

সুকুমারবাবু জানান, আজ, বুধবার কাঁথি মহকুমার চার বিধানসসভা ও হলদিয়া মহকুমার তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। ১৫ এপ্রিল এগরা মহকুমার তিন বিধানসভার কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবেন। বিজেপি ছাড়াও এ দিন এসইউসি দলের তরফে তমলুক মহকুমার ছয় বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। দলের তমলুক বিধানসভা কেন্দ্রের প্রার্থী সতীশ সাউ, পূর্ব পাঁশকুড়ার নারায়ণ নায়েক, পশ্চিম পাঁশকুড়ার আব্দুল মাসুদ, চণ্ডীপুরের স্বপন ভৌমিক, ময়নার মদন সামন্ত, নন্দকুমারের সৌমিত্র পট্টানায়েক এ দিন মনোনয়নপত্র জমা দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন