BJP

বিজেপি নেতার বাড়িতে বোমা, অভিযুক্ত নান্টুর ভাই

বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর এবং বোমাবাজি করার অভিযোগ উঠল ভগবানপুরে পশ্চিমবাড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভগবানপুর শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৪:৪৫
Share:

প্রতীকী ছবি

বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর এবং বোমাবাজি করার অভিযোগ উঠল ভগবানপুরে পশ্চিমবাড়ে। সোমবার রাতের ওই ঘটনায় নাম জড়িয়েছে ভেড়ি-কাণ্ডে নিহত তৃণমূল নেতা নান্টু প্রধানের ভাই পিন্টুর। পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ মঙ্গলবার এলাকায় গেলে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ভগবানপুর-১ ব্লকের নব নির্বাচিত বিজেপির পূর্ব মণ্ডল সভাপতি রমেশ মাইতি সোমবার রাতে পাশের গ্রামে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, গভীর রাতে পিন্টুর নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা পশ্চিমবাড় গ্রামে ওই বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়। বাধা দিলে বাড়ির মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করার পাশাপাশি বোমাও ছোড়ে বলে অভিযোগ।

ওই বিজেপি নেতার পরিবারের অভিযোগ, বিজেপির করার ‘অপরাধে’ রমেশের স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে এলাকার মানুষ প্রতিরোধ করলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং সে সময় তারা বোমাবাজি করে। ওই সময় কাঁটাখালি বাজারে এক বিজেপি সমর্থকের দোকানেও ভাঙচুর করা বলে অভিযোগ। তাতে বাধা দিলে এক মহিলার হাত ভেঙে দেওয়া হয়। আহত মহিলা এখন পশ্চিম মেদিনীপুরের সবং হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রমেশ এ দিন বলেন, ‘‘বিজেপি করার অভিযোগে পিন্টুর নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করেছে। আমার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি না করার হুমকি দিয়েছে। মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করেছে।’’ পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে এ দিন সকালে পুলিশ এলাকায় গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই নান্টু-পিন্টুর বাবা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য চাঁদহরি প্রধানকে অফিসে ঢুকে মারধর করেছিল কয়েকজন। ঘটনায় থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল, তাতে বাম-তৃণমূল সমর্থকের পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি সমর্থকেরও নাম ছিল। তাই এই ঘটনা কোনও রকম বদলা কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে হামলার বিষয়ে ভগবানপুর-১ ব্লকের তৃণমূলের সভাপতি মদনমোহন পাত্র বলেন, ‘‘তৃণমূলের কোনও ব্যক্তি বিজেপি নেতার বাড়ি ভাঙচুর বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির দেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন