Joining 'Mela'

বিজেপির যোগদান মেলা ৮ নভেম্বর 

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত বছর লোকসভা নির্বাচনের পর জেলায় সদস্য সংগ্রহ অভিযানে ভাল সাড়া মেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০২:৩৫
Share:

প্রতীকী ছবি।

রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর একের পর এক অরাজনৈতিক কর্মসূচি ঘিরে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর-সহ রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তাঁর দলত্যাগের সম্ভবনার কথাও শোনা যাচ্ছে। এমন আবহেই আগামী ৫ ও ৬ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র রাজ্য সফর ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি রয়েছে।

Advertisement

অমিত শাহ’র সফরের পরেই ৮ নভেম্বর পূর্ব মেদিনীপুরে বিজেপিতে যোগদানের একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। দলীয় সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার জন্য হলদিয়া ও ভগবানপুরে যোগদান মেলার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫ নভেম্বর এই কর্মসূচির প্রস্তুতি নেওয়া হলেও অমিত শাহ’র রাজ্য সফরের কর্মসূচির জন্য তা পিছিয়ে ৮ নভেম্বর করা হয়েছে।

বিজেপির জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘তৃণমূল, সিপিএম-সহ অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকরা আমাদের দলে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন। দলীয়ভাবে সবকিছু খতিয়ে দেখে আমাদের দলে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮ নভেম্বর হলদিয়া ও ভগবানপুরে এই কর্মসূচি হবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।’’

Advertisement

জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত বছর লোকসভা নির্বাচনের পর জেলায় সদস্য সংগ্রহ অভিযানে ভাল সাড়া মেলে। চলতি বছরও জেলায় সদস্য সংগ্রহ অভিযান হয়েছে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি যাচাই করতে এখন শক্তিকেন্দ্র ভিত্তিক সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য দল থেকে নেতা ও কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদানের জন্য আবেদন জানিয়েছে। ওই সব আবেদন খতিয়ে দেখে যোগদানের সম্মতি দেওয়া হচ্ছে। নবারুণ বলেন, ‘‘তমলুক, হলদিয়া-সহ জেলার সব এলাকা থেকে তৃণমূল, সিপিএম সহ অন্যান্য দলের নেতা-কর্মী-সমর্থকদের অনেকে বিজেপিতে যোগদান করবেন। তাই হলদিয়া ও ভগবানপুরে যোগদান মেলার কর্মসূচি নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন