Violence

শ্রমিক নিয়োগ নিয়ে সংঘর্ষ  বিজেপি ও তৃণমূলের

আইএনটিটিইউসির সম সংখ্যক শ্রমিক নিয়োগের দাবিতে এ দিন প্রকল্প এলাকায় গিয়ে বিক্ষোভ দেখায় বিজেএমটিইউসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০৬:৪২
Share:

সংঘর্ষে জখম। নিজস্ব চিত্র

জ্বালানি তেল সংস্থার নির্মীয়মাণ প্রকল্প এলাকায় অস্থায়ী শ্রমিক নিয়োগ ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপির শ্রমিক সংগঠন। শুক্রবার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুক এলাকার এই ঘটনায় বিজেপির সাতজন জখম হয়েছেন। তৃণমূলের অভিযোগ, তাঁদের কয়েকজনকেও মারধর করা হয়েছে। জখমদের খড়্গপুর মহকুমা হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। পরিস্থিতি সামলাতে দু’পক্ষের ৩জনকে আটক করে পুলিশ।

Advertisement

গত কয়েকদিন ধরেই শহরের ওই নির্মীয়মাণ প্রকল্প এলাকায় নির্মাণ শ্রমিক নিয়োগ ঘিরে উত্তেজনা ছিল। বিজেপির অভিযোগ, ওই প্রকল্পে আগে থেকেই নিজেদের নির্মাণ শ্রমিক ঢুকিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এ দিন প্রকল্প এলাকায় বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিউয়ন কাউন্সিল বা বিজেএমটিইউসির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

স্থানীয় সূত্রে খবর, এর আগেও বিদ্যাসাগর শিল্পতালুকের বেশ কয়েকটি শিল্প সংস্থায় বিজেএমটিইউসি তাদের অস্থায়ী শ্রমিকদের ঢুকিয়েছে। এ বার নির্মীয়মাণ ওই প্রকল্প এলাকাতেও তাদের শ্রমিক নেওয়ার দাবি তুলেছিল বিজেপির এই শ্রমিক সংগঠন। সম্প্রতি আলোচনার মাধ্যমে বিজেএমটিইউসির সমর্থক জনা পনেরো শ্রমিক মঙ্গলবার প্রথম পর্যায়ে কাজে যোগ দেন। তবে বৃহস্পতিবার বিজেপির শ্রমিক সংগঠন দাবি করে, আইএনটিটিইউসি-র সমসংখ্যক শ্রমিক নিয়োগ করতে হবে। সেই মতো আরও কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার কাজে যোগ দিতে গেলে বাধা দেয় আইএনটিটিইউসি।

Advertisement

আইএনটিটিইউসির সম সংখ্যক শ্রমিক নিয়োগের দাবিতে এ দিন প্রকল্প এলাকায় গিয়ে বিক্ষোভ দেখায় বিজেএমটিইউসি। সেই সময়েই আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকেরা। ঘটনায় দু’পক্ষের অশান্তি থেকে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, পাথর ও লাঠির আঘাতে বিজেএমটিইউসি-র কয়েকজনের মাথা ফেটে যায়। মাথা ফাটে বিজেএমটিইউসি-র জেলা সভাপতি শৈলেন্দর সিংহেরও। তিনি বলেন, ‘‘পুলিশের সামনেই আইএনটিটিইউসি অতর্কিতে হামলা চালায়। গুলি চালায়।” যদিও এ দিন গুলি চলার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন, “নির্মীয়মাণ ওই প্রকল্পে জোর করে বেশি লোক ঢোকাতে চাইছে বিজেপির ওই শ্রমিক সংগঠন। স্থানীয়দের বাধা সেটা না পেরে ধারাল অস্ত্র, লোহার রড নিয়ে শৈলেন্দর সিংহরা আমাদের লোকেদের উপর হামলা করে। তখন সামান্য সংঘর্ষ হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন